পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আমেঠি ছেড়ে রায়বরেলিতে প্রার্থী হয়ে কোন চ্যালেঞ্জের মুখোমুখি রাহুল ? - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Challenges for Rahul Gandhi in Rae Bareli: রায়বরেলি কংগ্রেসের পুরনো দুর্গ ৷ এই দুর্গ বাঁচানোর চ্যালেঞ্জ রাহুল গান্ধির ।

Rahul Gandhi
রাহুল গান্ধি (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : May 4, 2024, 7:04 PM IST

রায়বরেলি, 4 মে: দোড়গড়ায় তৃতীয় দফার ভোট ৷ তার আগে চড়ছে রায়বরেলির রাজনীতির পারদ । কংগ্রেস রাহুল গান্ধিকে রায়বরেলি থেকে প্রার্থী করেছে ৷ মায়ের ছেড়ে আসা আসন দখল করতে মরিয়া ছেলে ৷ অন্যদিকে, এই আসন থেকে দীনেশ প্রতাপ সিংকে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি ৷ তিনি আবার নিজেকে 'জনগণের প্রদীপ' বলে দাবি করেন ৷ এখন যেখানে রাহুল গান্ধির সামনে কংগ্রেসের পুরনো দুর্গ বাঁচানোর চ্যালেঞ্জ থাকবে ৷ সেখানে দীনেশ প্রতাপ সিং-এর কাছে স্মৃতি ইরানির মতো নির্বাচনে রাহুল গান্ধিকে হারানোর চ্যালেঞ্জ থাকবে ।

কংগ্রেস চায় রাহুল গান্ধি বনাম নরেন্দ্র মোদির লড়াই

রাহুল গান্ধিকে রায়বরেলি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কংগ্রেসের কৌশল হল, দল রাহুল গান্ধি বনাম নরেন্দ্র মোদির লড়াই করাতে চায় ৷ স্মৃতি ইরানি বনাম রাহুল গান্ধি নয় । রাহুল যদি আমেঠি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেন তাহলে তিনি সেখানেই আটকে যেতেন, যা দল চায়নি ।

বিজেপি কেন রাহুল গান্ধিকে 'রণছোড় দাস' বলে ডাকছে ?

বিজেপি এখন রাহুল গান্ধিকে 'রণ-ছোড় দাস' বলে নিশানা করছে । রাহুল প্রথমে আমেঠি ছেড়ে, তারপর ওয়েনাড ছেড়ে এখন রায়বরেলিতে লড়তে এসেছেন । এমনটাই প্রচারে হাতিয়ার করছে গেরুয়া শিবির ৷ বিজেপির দাবি, রাহুল গান্ধি আদৌ রায়বরেলিতে থেকেও লড়ন কি না তাতে অনিশ্চয়তা রয়েছে ।

নাম ঘোষণা দেরি হওয়ায় মানুষের উৎসাহে ভাঁটা

রাজনৈতিক বিশ্লেষক ডঃ পঙ্কজ সিং বলেছেন, রাহুল গান্ধি কংগ্রেস থেকে, দীনেশ প্রতাপ সিং বিজেপি থেকে প্রার্থী হওয়ার পর রায়বরেলি লোকসভা আসনের নির্বাচন এই সময়ে আকর্ষণীয় হয়ে উঠেছে ৷ তবে দীর্ঘ প্রতীক্ষার পর উভয় দলই প্রার্থীদের নাম ঘোষণা করায় সাধারণ মানুষের মধ্যে যে উৎসাহ আগে দেখা যাচ্ছিল তা অনেকটা কমে গিয়েছে । কিন্তু দুজনেই ভোটের ময়দানে নামতে ফের আলোচনা শুরু হয়েছে ।

কংগ্রেসের শক্ত ঘাঁটি রায়বরেলি আসন

যদিও রায়বরেলি আসন থেকে প্রিয়াঙ্কা গান্ধি প্রতিদ্বন্দ্বিতা করার খবর ছিল ৷ কিন্তু শেষ পর্যন্ত রাহুল গান্ধি লড়াই করতে চলেছে এই আসনে ৷ তাঁর নাম ঘোষণা করা হয়েছে । রায়বরেলি আসনটি গান্ধি পরিবারের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত ৷

গত নির্বাচনে বিজেপি প্রার্থী পরাজিত

গত লোকসভা নির্বাচনে রায়বরেলি থেকে পরাজিত হয়েছিলেন বিজেপি প্রার্থী দীনেশ প্রতাপ সিং ৷ এরপর থেকেই তিনি তাঁর এলাকায় নিরন্তর সক্রিয় রয়েছেন এবং গত এক থেকে দেড় বছরে তিনি সব জায়গায় পদযাত্রাও করেছেন ।

রায়বেরেলি আসন নিয়ে সমীকরণ কী ?

আমরা যদি সমীকরণের কথা বলি তাহলে সমাজবাদী পার্টিও জোটের মাধ্যমে রায়বরেলি থেকে কংগ্রেসের সমর্থনে দাঁড়িয়েছে এবং বহুজন সমাজ পার্টিও তার প্রার্থী ঘোষণা করেছে । জেলায় দলিত ভোটারের সংখ্যা বেশি ৷ ফলে দলিতরা যে দলের দিকে ঝুঁকবে তারা নিশ্চিতভাবেই এগিয়ে থাকবে । তবে যাদব ও মুসলিম সম্প্রদায়ের মানুষেরা সম্পূর্ণভাবে কংগ্রেসের সঙ্গে থাকবে বলে মনে করা হচ্ছে । ওবিসি ভোট কংগ্রেস ও বিজেপির মধ্যে ভাগ হতে পারে । শুধু তাই নয়, কিছু শতাংশ উচ্চবর্ণের মানুষও কংগ্রেসের দিকে ঝুঁকতে পারে ।

কংগ্রেসের পাল্লা ভারী

জাতপাতের সমীকরণ বাদ দিলে, গান্ধি পরিবারের প্রতি মানুষের আবেগগত অনুরাগ রয়েছে । মানুষ না চাইলেও গান্ধি পরিবারের নামে ভোট দেয় । এখন দেখার বিষয় যে সোনিয়া গান্ধি এবং গান্ধি পরিবারের অন্যান্য সদস্যরা যেভাবে রায়বরেলির মানুষের ভালবাসা এবং আস্থা পেয়েছিলেন, এবারও রাহুল সেটা পান কি না ।

সোনিয়া গান্ধি খুব অল্প ব্যবধানে জিতেছিলেন

বিজেপিও রায়বরেলি আসনে এবার পূর্ণ শক্তি নিয়ে নির্বাচনী ময়দানে নেমেছে । বিজেপি তার জয়ের জন্য প্রতিটি কৌশল কাজে লাগানোর চেষ্টা করছে ৷ কারণ গতবার সোনিয়া গান্ধির জয়ের ব্যবধান খুব কম ছিল ৷ তাই এবারের লোকসভা নির্বাচনে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে প্রবল লড়াই হবে ।

বিজেপি এবং কংগ্রেসের মধ্যে সুষ্ঠু লড়াই

যদিও বিএসপি ঠাকুর প্রসাদ যাদবকে প্রার্থী করেছে, যার কারণে লোকেরা মনে করছে যে যাদবের কিছু অংশ ভোট বিএসপিতে যাবে ৷ তবে যাদব এবং মুসলিম সম্প্রদায়ের ভোট বেশি কংগ্রেসের দিকে থাকবে বলে আশা করা হচ্ছে । তবে শেষ পর্যন্ত উভয় দলের মধ্যে সুষ্ঠু প্রতিযোগিতা হবে বলে রাজনৈতিকমহলের মত ।

আরও পড়ুন:

  1. সোনিয়ার রায়বরেলিতে প্রার্থী রাহুল, মনোনয়ন জমা দিলেন ‘যুবরাজ’
  2. ভয় পেয়ে আমেঠি থেকে রায়বরেলিতে পালিয়েছেন ‘শাহজাদা’, বর্ধমানের সভায় রাহুলের বিরুদ্ধে সরব মোদি
  3. নেহরু-গান্ধি পরিবারের শক্ত ঘাঁটি আমেঠি-রায়বরেলি, প্রার্থী দিতে কেন দেরি কংগ্রেস?

ABOUT THE AUTHOR

...view details