নয়াদিল্লি, 10 জুলাই: সিবিআই নিয়ে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা মামলাটিকে কার্যত মান্যতা দিল বুধবার ৷ যেখানে রাজ্য সরকারের তরফে অভিযোগ করা হয়েছে, 16 নভেম্বর, 2018 সালে রাজ্যের সাধারণ সম্মতি প্রত্যাহার করা সত্ত্বেও সিবিআই বিভিন্ন মামলার তদন্ত চালিয়ে যাচ্ছে । সেই মামলার শুনানিতে বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতর বেঞ্চ জানিয়েছে, রাজ্যের মামলা তার নিজস্ব যোগ্যতার ভিত্তিতে আইন অনুসারে চলবে ।
একই সঙ্গে, আগামী 13 অগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে শীর্য আদালত। সুপ্রিম কোর্ট গত 8 মে রাজ্যের দায়ের করা মামলার ক্ষেত্রে তাদের রায় সংরক্ষণ রেখেছিল। আইনজীবী কপিল সিব্বল, পশ্চিমবঙ্গ সরকারের তরফে যুক্তি দিয়েছিলেন, একবার রাজ্য 16 নভেম্বর, 2018 সালে তাদের সম্মতি প্রত্যাহার করে নিলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তের জন্য রাজ্যে প্রবেশের অনুমতি দিতে পারে না।