বাসন্তী, 20 জানুয়ারি: 12 দিন নিখোঁজ থাকার পর চাষের জমি থেকে উদ্ধার নাবালিকার পচাগলা দেহ ৷ এই ঘটনাকে ঘিরেই সোমবার চাঞ্চল্য ছড়াল দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। শুরু হয়েছে তদন্ত ৷
জানা গিয়েছে, চাষের জন্য সোমবার জমিতে ট্রাক্টর দিয়ে লাঙল দেওয়া হচ্ছিল ৷ হঠাৎই ট্রাক্টর চালক দেখতে পান জমিতে মাটির মধ্যে থেকে একটি হাত বেরিয়ে রয়েছে । তড়িঘড়ি গ্রামের মানুষজনকে খবর দেন ওই চালক । ছুটে আসে গ্রামের মানুষজন । খবর দেওয়া হয় স্থানীয় থানায় ৷ এরপর মাটি খুঁড়ে বের করা হয় নাবালিকা ছাত্রীর দেহ ।
স্থানীয় সূত্রে খবর, মৃত নাবালিকা অষ্টম শ্রেণির ছাত্রী । বেশ কিছুদিন আগে সে নিখোঁজ হয়ে যায় । পরিবারের লোকজন বিষয়টি পুলিশকে জানানোর পর থেকে তল্লাশি চলছিল ৷ তার মধ্যেই সোমবার হঠাৎ চাষের জমির মাটি খুঁড়ে উদ্ধার হয় তার দেহ । ওই ছাত্রীকে কেউ ধর্ষণের পর খুন করে পুঁতে রেখেছিল কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ ।
এই ঘটনায় পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি জানান, 9 জানুয়ারি থেকে মেয়েটি নিখোঁজ ছিল । 12 জানুয়ারি পরিবারের পক্ষ থেকে থানায় মিসিং ডায়েরি করা হয় । পুলিশ ঘটনার তদন্ত করছে । পরিবারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে । দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।
এদিকে নাবালিকার দেহ পেয়ে কান্নায় ভেঙে পড়ে পরিবার । তাদের দাবি, যেভাবে হোক এই খুনের পিছনে যারা রয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে । অপরাধীদের শাস্তি দিতে হবে । অন্যদিকে, স্থানীয় মানুষজনও মনে করেন, ছাত্রীর মৃত্যুর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে । অপরাধীদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে ।