মুম্বই, 5 ফেব্রুয়ারি:দুবাই থেকে আসা ভিস্তারার একটি বিমানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল ৷ অভিযোগ, রবিবার অভিবাসনের প্রক্রিয়া সম্পূর্ণ না করেই, বিমান অবতরণের পরে ওই বিমানের কয়েকজন যাত্রীকে মুম্বই বিমানবন্দরের অন্তর্দেশীয় টার্মিনালে নিয়ে যাওয়া হয়েছে ৷ এ বিষয়ে বিমান সংস্থাটি বলেছে যে, ভবিষ্যতে এই ধরনের ঘটনা রুখতে অপারেটিং পদ্ধতিগুলিকে আরও কঠোর করা হবে ।
উল্লেখ্য, ভারতীয় বিমানবন্দরে আগত আন্তর্জাতিক যাত্রীদের অভিবাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়াটা বাধ্যতামূলক ৷ আর ভিস্তারার এই ঘটনাটি একটি স্পষ্ট নিরাপত্তা লঙ্ঘন । ভিস্তারার একজন মুখপাত্র একটি বিবৃতিতে বলেছেন, কয়েকজন যাত্রীকে 'ভুল করে' আন্তর্জাতিক আগমনের পরিবর্তে অন্তর্দেশীয় আগমনকারীদের সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে ৷ যদিও পরে এই যাত্রীদের আন্তর্জাতিক আগমনের আনুষ্ঠানিক নিয়ম সম্পন্ন করার জন্য নির্ধারিত টার্মিনালে নিয়ে যাওয়া হয় ।
ওই মুখপাত্রের কথায়, "আমাদের কয়েকজন গ্রাহক, 4 ফেব্রুয়ারি ভিস্তারা ফ্লাইট ইউকে 202-এ দুবাই থেকে মুম্বই এসেছিলেন ৷ ভুলবশত আন্তর্জাতিক আগমনের পরিবর্তে অন্তর্দেশীয় আগমনকারীদের কাছে তাঁদের নিয়ে যাওয়া হয়েছিল ৷"