কানপুর, 11 এপ্রিল : লখনউ-আগ্রা এক্সপ্রেসে ওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা ৷ ভিন রাজ্যে মৃত্যু বাংলার মা ও মেয়ের ৷ গুরুতর আহত আরও 2 জন ৷ ঘটনাটি ঘটেছে কানপুরের কাছে আরাউল এলাকায় ৷ স্থানীয় প্রশাসন সূত্রের খবর, বুধবার রাত 10টায় স্বপরিবারে লখনউ-আগ্রা এক্সপ্রেসে ওয়ের উপর দিয়ে যাচ্ছিলেন গুরলিন সিং নামে এক ব্যক্তি ৷ গাড়িতে তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী রাজপাল কউর, তাঁদের 3 বছরের ছেলে এবং 5 বছরের মেয়ে ৷ একটি সূত্রের দাবি, 218 কিলোমিটার বেগে চলছিল গাড়ি ৷ সেই সময় অন্য একটি গাড়ি এসে ধাক্কা মারে তাঁদের ৷
আরাউল থানার পুলিশ ইন-চার্জ অখিলেশ পাল জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন তাঁরা ৷ 4 জনকে গাড়ি থেকে বের করা হয় ৷ কিন্তু তাঁরা পৌঁছনোর আগেই মৃত্যু হয় মা রাজপাল এবং তাঁর 5 বছরের মেয়ের ৷ আশঙ্কাজনক অবস্থায় বাবা গুরলিন এবং তাঁর ছেলেকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে গুরলিনের শারীরিক অবস্থার অবনতি ঘটায় পরে তাঁকে জেলা হাসপাতালে রেফার করা হয়েছে ৷ এখনও সেখানেই তাঁর চিকিৎসা চলছে।