নয়াদিল্লি, 8 ফেব্রুয়ারি: বিজেপির জয়ে মানুষের মনে উৎসাহ দেখতে পাচ্ছেন তিনি ৷ আপদ দূর হয়ে স্বস্তি পেয়েছে দিল্লিবাসী ৷ "এবার একবিংশ শতাব্দীর প্রজন্ম দিল্লিতে বিজেপির সুশাসন দেখবে", বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 'যমুনা মায়ের জয় ধ্বনি দিয়ে বক্তৃতা শুরু করেন তিনি ৷
27 বছর পর দিল্লি দখল করেছে ভারতীয় জনতা পার্টি ৷ 70টি কেন্দ্রের মধ্যে বিজেপি জয়ী হয়েছে 48টিতে ৷ আপের ঝুলিতে এক-তৃতীয়াংশের চেয়ে একটি কম 22টি আসন এবং কংগ্রেস এই নিয়ে তৃতীয় বার কোনও আসনই পায়নি ৷
বসন্তে দীপাবলি পালন চলছে গেরুয়া শিবিরে ৷ রাজধানীতে বিপুল জয়ের পর শনিবার সন্ধ্যায় বিজেপির সদর কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা ৷ বিজেপির এই তিন শীর্ষনেতা আজ এই জয়ের জন্য দিল্লিবাসীকে ধন্যবাদ জানিয়েছেন ৷
দিল্লিকে একটি আধুনিক শহর হিসাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী ৷ বিহার, অন্ধ্রপ্রদেশের উদাহরণ টেনে দিল্লিবাসীকে আশ্বস্ত করলেন মোদি, এনডিএ মানে সুশাসনের গ্যারান্টি ৷ তিনি বলেন, "আজকের এই ফলাফলই প্রমাণ করে দিচ্ছে যে, বিজেপির ডবল ইঞ্জিন সরকারের প্রতি দেশবাসীর ভরসা কতটা ৷"
Speaking from the @BJP4India HQ. https://t.co/FJzmhW8nHy
— Narendra Modi (@narendramodi) February 8, 2025
দিল্লি বিধানসভার জয় প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদি বিগত বিধানসভা নির্বাচনে বিজেপির সাফল্যের প্রসঙ্গ উত্থাপন করেন ৷ তিনি বলেন, "লোকসভা নির্বাচনের পর হরিয়ানায় অভূতপূর্ব জয় হয়েছে ৷ এরপর মহারাষ্ট্রে নতুন জয়ের রেকর্ড হয়েছে ৷ এবার দিল্লিতে নতুন ইতিহাস রচিত হল ৷ আজকের এই ফলাফলের আরও একটি দিক আছে ৷ এই দিল্লি 'মিনি হিন্দুস্তান' ৷ দিল্লি 'এক ভারত, শ্রেষ্ঠ ভারত'-এর বিচারকে জয়ী করেছে ৷"
প্রধানমন্ত্রী দিল্লির প্রত্যেক নাগরিককে প্রতিশ্রুতি দেন, "'সব কা সাথ, সব কা বিকাশ' পুরো দিল্লির বিকাশ ৷" উত্তরপ্রদেশের অযোধ্যার মিল্কিপুর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের ফলাফলেও বিজেপি বিপুল জয় পেয়েছে ৷ সেই জয়ের কথাও দিল্লির বিজয় মঞ্চে তুলে ধরেন প্রধানমন্ত্রী ৷
2011 সালে দুর্নীতি বিরোধী আন্দোলন থেকেই জন্ম নিয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ৷ এদিকে সেই আপ-এর প্রধান কেজরিওয়াল-সহ প্রথম সারির বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে আবগারি দুর্নীতিতে আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে ৷ তাঁরা অনেকেই জামিনে রয়েছেন ৷ আপ-এর এই ধরাশায়ী হওয়ার নেপথ্যে আবগারি দুর্নীতিকে দায়ী করেছেন 'আন্না আন্দোলনে'র প্রধান আন্না হাজারে এবং রাজনৈতিক মহলের একাংশ ৷
সেই দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, "দুর্নীতি-বিরোধী আন্দোলন থেকে আপ দলের জন্ম হয়েছিল ৷ আর আজ সেই দলই সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ৷" তিনি নিশ্চিত করেছেন, আপ সরকারের কাজকর্মের ক্যাগ রিপোর্ট নতুন দিল্লি বিধানসভার প্রথম অধিবেশনেই পেশ করা হবে ৷ পাশাপাশি আপ জমানার দুর্নীতির তদন্তের আশ্বাসও দিয়েছেন তিনি ৷