পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারতের মাটি থেকেই এবার কৈলাস দর্শন ! কত খরচ হবে ? - Mount Kailash Darshan - MOUNT KAILASH DARSHAN

ভারতের মাটি থেকে এবার কৈলাস পর্বত দর্শন করতে পারবেন আপনি ৷ এমনই ব্য়বস্থা করল উত্তরাখণ্ড সরকার ৷

MOUNT KAILASH DARSHAN
কৈলাস পর্বত দর্শন (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2024, 2:03 PM IST

দেরাদুন, 5 অক্টোবর: পুণ্য়ার্থীদের জন্য খুলে গেল কৈলাস পর্বত মানসরোবর যাত্রা ৷ ভারতের মাটি থেকে কৈলাস পর্বত দর্শনের ব্যবস্থা করেছে উত্তরাখণ্ড সরকারের পর্যটন দফতর ৷ 5 দিনের এই যাত্রা শুরু হচ্ছে উত্তরাখণ্ডের ওল্ড লিপুলেক শৃঙ্গ থেকে ৷

পাঁচদিনের এই যাত্রার সমস্ত ব্যবস্থা করে দেওয়ার জন্য কুমায়ুন মণ্ডল বিকাশ নিগমকে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী ৷ পুণ্যার্থীদের এই পবিত্র যাত্রা সফল করতে যা যা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন, তা সবটাই দেখছে এই সংস্থা ৷ ইতিমধ্যেই, গান্ধি জয়ন্তীর দিন পুণ্যার্থীদের প্রথম ব্যাচ কৈলাস পর্বতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৷

5 দিনের এই যাত্রায় কী কী রয়েছে ?

শুধু কৈলাস পর্বত নয় ৷ ভগবান শিবের আরও দুই ধাম আদি কৈলাস ও ওম পর্বত দর্শনের ব্যবস্থা করেছে উত্তরাখণ্ড সরকার ৷ পিতোরাগড়ে রয়েছে এই দুই ধাম ৷ তাই পিতোরাগড় থেকে গুঞ্জি এবং দর্শনের পর সেখান থেকে ফেরতের জন্য হেলিকপ্টারের ব্যবস্থাও করা হয়েছে ধামী সরকারের তরফে ৷ সেই সঙ্গে রয়েছে হোম-স্টের ব্যবস্থাও ৷

যাত্রায় কত খরচ হবে ?

পিতোরাগড়ের জেলা পর্যটক আধিকারিক কীর্তি চন্দ্র আর্য জানান, ভগবান শিবের ভক্তদের জন্য এর থেকে ভালো যাত্রা আর হতে পারে না ৷ তিনি বলেন, "4 রাত, 5 দিনের এই যাত্রার জন্য মাথাপিছু 80 হাজার টাকা খরচ করতে হবে ৷ এই যাত্রায় একসঙ্গে কৈলাস পর্বত, আদি কৈলাস পর্বত এবং বেয়াস ভ্যালি ও ওম পর্বতের দর্শন করতে পারবেন পুণ্যার্থীরা ৷"

তিনি আরও জানান, এক যাত্রায় একসঙ্গে 10 জন যেতে পারবেন ৷ আর্যর কথায়, "পিতোরাগড় থেকে রওনা দেওয়ার পর পুণ্যার্থীদের জন্য হোমস্টে ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ৷"

কীভাবে বুক করবেন এই যাত্রা ?

দেশের যে কোনও প্রান্তে বসেই কৈলাস পর্বত দর্শন যাত্রায় নাম নথিভুক্ত করা যাবে ৷ তারজন্য শুধুমাত্র কুমায়ুন মণ্ডল বিকাশ নিগমের অফিসিয়াল ওয়েবসাইটে নাম রেজিস্টার করতে হবে ৷

রেজিস্ট্রেশনের ঠিকানা- https://www.kmvn.in/

একাধিক হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে, ভগবান শিবের পাঁচটি বাসস্থান রয়েছে ৷ এদের মধ্যে তিনটি - কিন্নর কৈলাস, মণি মহেশ এবং শ্রীখণ্ড মহাদেব হিমাচল প্রদেশে অবস্থিত ৷ আদি কৈলাস উত্তরাখণ্ডে এবং কৈলাস পর্বত চিনের তিব্বত অঞ্চলে অবস্থিত ।

চিনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের অশান্তির জেরে এই কৈলাস পর্বত দর্শন নিয়ে সমস্যায় পড়তে হয়েছে দর্শনার্থীদের ৷ ডোকলাম সীমান্তে ভারত ও চিন সেনাবাহিনীর অশান্তির জেরে বন্ধ রাখা হয় পবিত্র এই যাত্রা ৷

ABOUT THE AUTHOR

...view details