দেরাদুন, 5 অক্টোবর: পুণ্য়ার্থীদের জন্য খুলে গেল কৈলাস পর্বত মানসরোবর যাত্রা ৷ ভারতের মাটি থেকে কৈলাস পর্বত দর্শনের ব্যবস্থা করেছে উত্তরাখণ্ড সরকারের পর্যটন দফতর ৷ 5 দিনের এই যাত্রা শুরু হচ্ছে উত্তরাখণ্ডের ওল্ড লিপুলেক শৃঙ্গ থেকে ৷
পাঁচদিনের এই যাত্রার সমস্ত ব্যবস্থা করে দেওয়ার জন্য কুমায়ুন মণ্ডল বিকাশ নিগমকে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী ৷ পুণ্যার্থীদের এই পবিত্র যাত্রা সফল করতে যা যা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন, তা সবটাই দেখছে এই সংস্থা ৷ ইতিমধ্যেই, গান্ধি জয়ন্তীর দিন পুণ্যার্থীদের প্রথম ব্যাচ কৈলাস পর্বতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৷
5 দিনের এই যাত্রায় কী কী রয়েছে ?
শুধু কৈলাস পর্বত নয় ৷ ভগবান শিবের আরও দুই ধাম আদি কৈলাস ও ওম পর্বত দর্শনের ব্যবস্থা করেছে উত্তরাখণ্ড সরকার ৷ পিতোরাগড়ে রয়েছে এই দুই ধাম ৷ তাই পিতোরাগড় থেকে গুঞ্জি এবং দর্শনের পর সেখান থেকে ফেরতের জন্য হেলিকপ্টারের ব্যবস্থাও করা হয়েছে ধামী সরকারের তরফে ৷ সেই সঙ্গে রয়েছে হোম-স্টের ব্যবস্থাও ৷
যাত্রায় কত খরচ হবে ?
পিতোরাগড়ের জেলা পর্যটক আধিকারিক কীর্তি চন্দ্র আর্য জানান, ভগবান শিবের ভক্তদের জন্য এর থেকে ভালো যাত্রা আর হতে পারে না ৷ তিনি বলেন, "4 রাত, 5 দিনের এই যাত্রার জন্য মাথাপিছু 80 হাজার টাকা খরচ করতে হবে ৷ এই যাত্রায় একসঙ্গে কৈলাস পর্বত, আদি কৈলাস পর্বত এবং বেয়াস ভ্যালি ও ওম পর্বতের দর্শন করতে পারবেন পুণ্যার্থীরা ৷"