পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শম্ভু সীমানায় বিষ খেয়ে নিজেকে শেষ করলেন কৃষক নেতা - UNNATURAL DEATH OF FARMER

পঞ্জাব-হরিয়ানা সীমানায় বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন কৃষকরা ৷ সেখানেই চরম পথ বেছে নিলেন এক আন্দোলনকারী কৃষক ৷

Another farmer consumes poison on Sambhu border
শম্ভু সীমানায় বিষাক্ত পদার্থ খেয়ে নিজেকে শেষ করলেন কৃষক নেতা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : 18 hours ago

চণ্ডীগড়, 9 জানুয়ারি: একদিকে আমরণ অনশনকারী প্রবীণ কৃষকের শারীরিক অবস্থা দিনে দিনে খারাপ হয়ে চলেছে ৷ অন্যদিকে, নিজেকে শেষ করে দিলেন আরেক কৃষক ৷ বৃহস্পতিবার পঞ্জাব-হরিয়ানার শম্ভু সীমানায় এই ঘটনাটি ঘটেছে ৷ সেখানে কৃষকরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন ৷

জানা গিয়েছে, ওই মৃত কৃষকের নাম রেশম সিং ৷ তিনি বিষ খেয়েছেন বলে জানা গিয়েছে ৷ তাঁকে সঙ্গে সঙ্গে পাতিয়ালার রাজিন্দর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে মৃত্যু হয় আন্দোলনকারী কৃষকের ৷ রেশম সিং পঞ্জাবের তরন তারান জেলার বাসিন্দা ৷ কৃষক নেতারা জানান, রেশম সিং সরকারের উপর ক্ষুব্ধ হয়েই এমন কাজ করেছেন ৷ শম্ভু ও খানাউরি সীমানায় দীর্ঘ এগারো মাস ধরে বিজেপি সরকার-বিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা ৷ তারপরেও সরকার সমাধানের পথে হাঁটছে না বলে তাঁদের অভিযোগ ৷

সূত্রের খবর, এদিন সকালে বিক্ষোভস্থলের পাশে লঙ্গরে গিয়ে তিনি বিষ খেয়েছিলেন ৷ অন্য কৃষকরা এই বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলেই তাঁর প্রাথমিক চিকিৎসা শুরু করেন ৷ পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তাঁর মৃত্যু হয় ৷ এর আগে গত বছরের 14 ডিসেম্বর আরেক কৃষক রনযোধ সিংও একই বিষাক্ত পদার্থ খেয়ে চরম পন্থা বেছে নেন ৷ তাঁকে দিল্লি যেতে বাধা দেওয়া হয়েছিল ৷ তাই তীব্র ক্ষোভে তিনি এই নিজেকে শেষ করেন ৷ ঘটনার চারদিন পরে হাসপাতালেই রাজিন্দরের তাঁর মৃত্যু হয় ৷

এদিকে শম্ভু সীমানায় আমরণ অনশন করছেন আরেক কৃষক নেতা জগজিৎ সিং দাল্লেওয়াল ৷ বৃহস্পতিবার তাঁর অনশন 45তম দিনে পড়ল ৷ তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে ৷ প্রবীণ কৃষক নেতার রক্তচাপ কমে যাচ্ছে ৷ বুধবার দাল্লেওয়ালের মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে চিকিৎসকরা জানান, কৃষক নেতার রক্তচাপ উল্লেখযোগ্যভাবে কমে চলেছে ৷ তাঁর রক্তচাপ স্থিতিশীল অবস্থায় রাখতে পা দু'টিকে উঁচুতে রাখতে হচ্ছে ৷ তিনি ঠিকমতো কথা বলতে পারছেন না ৷

সংযুক্ত কিষাণ মোর্চা (অ-রাজনৈতিক) এবং কিষাণ মজদুর মোর্চার ব্যানারে কৃষকরা গত বছরের 13 ফেব্রুয়ারি থেকে শম্ভু ও খানাউরি সীমানায় আন্দোলন করছেন ৷ তাঁদের দিল্লি আসতে বাধা দেয় নিরাপত্তাবাহিনী ৷

ABOUT THE AUTHOR

...view details