পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

উন্নাও ধর্ষণ মামলার অভিযুক্ত কুলদীপ সেঙ্গারের জামিন দিল্লি হাইকোর্টে - UNNAO RAPE CASE

চিকিৎসার জন্য উন্নাও ধর্ষণ মামলায় অভিযুক্তকে অন্তর্বর্তীকালীন জামিন দিল দিল্লি হাইকোর্ট।

UNNAO RAPE CASE
সেঙ্গারের জামিন মঞ্জুর করল হাইকোর্ট (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Dec 5, 2024, 2:04 PM IST

নয়াদিল্লি, 5 ডিসেম্বর: বহিষ্কৃত বিজেপি বিধায়ক ধর্ষণে অভিযুক্ত কুলদীপ সিং সেঙ্গারকে জামিন দিল আদালত ৷ চিকিৎসার জন্য সেঙ্গারের দুই সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে দিল্লি হাইকোর্ট ৷ বিচারপতি প্রতিভা সিংয়ের বেঞ্চ কুলদীপ সেঙ্গারকে 6 ডিসেম্বর এইএমস-এ ভর্তি করানোরও নির্দেশ দিয়েছে ৷ সেখানেই তার চিকিৎসা হবে বলে জানিয়েছেন বিচারপতি ৷

আদালত আরও স্পষ্ট করে জানিয়েছে, কুলদীপ সেঙ্গারকে হাসপাতাল ছাড়ার পরে একটি পরিচিত জায়গায় থাকতে হবে ৷ এই সময়ে সে যাতে অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ করতে না পারে সেই বিষয়টিও নিশ্চিত করতে হবে ৷ সিবিআইকে সেঙ্গারের কার্যকলাপ সম্পর্কে অবগত থাকার জন্য এইমস হাসপাতালের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেও নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি সেঙ্গারকে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে প্রতিদিন যোগাযোগ রাখার নির্দেশ দিয়েছে আদালত।

কুলদীপ সিং সেঙ্গার তার অন্তর্বর্তী জামিনের আবেদনে অসুস্থতার কথা উল্লেখ করেছিলেন। তার আইনজীবী এন হরিহরণ আদালতে জানান, শুধুমাত্র স্বাস্থ্যগত কারণে এই জামিন চাওয়া হয়েছে। এই বিষয়ে, নির্যাতিতার আইনজীবী মহমুদ প্রাচা আপত্তি জানিয়ে জানান, জেলের ভিতরেও সেঙ্গারকে যথাযথ চিকিৎসা সুবিধা দেওয়া হয় ৷ এমনকী তিনি সেঙ্গারের মেডিক্য়াল রিপোর্টের সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন। উল্লেখ্য, 16 ডিসেম্বর 2019-এ, তিস হাজারি আদালত ধর্ষিতার বাবাকে খুনের মামলায় কুলদীপ সিং সেঙ্গারকে 10 বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় ৷ একই সঙ্গে, তাকে 10 লাখ টাকা জরিমানাও করে আদালত। আদালত সেঙ্গারের এই মামলার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদেরও একই শাস্তি দিয়েছে।

গত 4 জুন, 2017 সালে উন্নাওয়ে ধর্ষণের অভিযোগ ওঠে কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে ৷ এই ঘটনায় নির্যাতিতার বাবাকেই গ্রেফতার করা হয় ৷ পরে তাকে হেফাজতে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ, যার জেরে তার মৃত্যু হয়। এই ঘটনায় সেঙ্গারকে কড়া শাস্তি দেয় আদালত। তিস হাজারি আদালত ধর্ষণের মামলায় কুলদীপ সেঙ্গারকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয়। এর পাশাপাশি আদালত 25 লাখ টাকা জরিমানাও করে, যার মধ্যে 10 লাখ টাকা নির্যাতিতাকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেঙ্গার এই সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদনও করেছে, যা বর্তমানে বিচারাধীন।

ABOUT THE AUTHOR

...view details