পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ব্রহ্মপুত্র নদে চিনের বাঁধ নির্মাণের উপর নজর রাখছে সরকার, রাজ্যসভায় বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর - BJP GOVT ON CHINA MEGA DAM PLAN

ব্রহ্মপুত্র নদের উপর দিকের অংশে অতিকায় বাঁধ নির্মাণ করছে চিন ৷ ভারত সেদিকে খেয়াল রাখছে বলে রাজ্যসভায় এক লিখিত জবাবে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী ৷

Union minister Kirti Vardhan Singh in Rajya Sabha
রাজ্যসভায় কেন্দ্রীয় মন্ত্রী কীর্তি বর্ধন সিং (ছবি সৌজন্য: কেন্দ্রীয় মন্ত্রীর এক্স হ্যান্ডেল)

By PTI

Published : Feb 13, 2025, 9:00 PM IST

নয়াদিল্লি, 13 ফেব্রুয়ারি: প্রতিবেশী চিনের কাজকর্মের দিকে নজর রাখছে কেন্দ্র ৷ বিশেষত, ব্রহ্মপুত্র নদের উপর তারা যে হাইড্রোপাওয়ার প্রজেক্টের পরিকল্পনা করেছে, সেদিকে খেয়াল রাখা হচ্ছে। জাতীয় স্বার্থকে রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপও করছে মোদি সরকার ৷ বৃহস্পতিবার রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এ কথাই জানালেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং ৷

ব্রহ্মপুত্র নদের উপরের দিকে অংশে তিব্বতের স্বশাসিত অঞ্চল মেদগ কাউন্টিতে 60 হাজার মেগাওয়াটের বিশালাকায় বাঁধ নির্মাণ করছে শি জিনপিং প্রশাসন ৷ ব্রহ্মপুত্রের এই অংশটিকে ইয়ারলুং সাংপো নদী বলে ডাকা হয় ৷

রাজ্যসভার তৃণমূল সাংসদ সুস্মিতা দেব চিনের এই বিশাল বাঁধ নির্মাণ নিয়ে জানতে চেয়ে কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন করেছিলেন ৷ এর লিখিত উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী কীর্তি বর্ধন সিং লেখেন, "ব্রহ্মপুত্র নদের উপর কড়া নজরদারি চালানো হচ্ছে ৷ এমনকী চিন যে হাইড্রোপাওয়ার প্রজেক্টের পরিকল্পনা করেছে সেদিকেও আমাদের নজর আছে ৷ জাতীয় স্বার্থ যাতে কোনও ভাবে ক্ষুণ্ণ না হয়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে সরকার ৷"

ভারত-চিন আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বয়ে চলা নদীগুলির ইস্যু নিয়ে অতীতেও চিনের সঙ্গে আলোচনা হয়েছে ভারতের ৷ 2006 সাল থেকে প্রাতিষ্ঠানিক বিশেষজ্ঞদের পাশাপাশি কূটনৈতিক পথেও এই আলোচনার হয়ে আসছে বলে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ৷

তিনি বলেন, "সরকার বারবার চিনের প্রশাসনকে জানিয়েছে, নদের উপরের দিকে কাজকর্মের ফলে যেন নীচের দিকে অবস্থিত ভারতীয় রাজ্যগুলির কোনও ক্ষতি না হয় ৷" উত্তরপূর্ব ভারতে ব্রহ্মপুত্র নদের উপর সমীক্ষা চালানো হয়েছে ৷ হাইড্রোলিক প্রজেক্টের ফলে নদী উপত্যকার বাস্তুতন্ত্রে এবং সমাজ ও অর্থনীতিতে কী ধরনের প্রভাব পড়বে, রাজ্যসভায় তাও জানান কেন্দ্রীয় ্রতিমন্ত্রী ৷

ABOUT THE AUTHOR

...view details