পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মহিলাদের সুরক্ষায় এবার হাসপাতালে মার্শাল-নাইট এসকর্ট, নয়া নির্দেশিকা কেন্দ্রের - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

RG Kar Doctor Rape and Murder: এবার কেন্দ্রীয় সরকারি হাসপাতালগুলিতে মহিলা সুরক্ষায় বাড়তি পদক্ষেপ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ৷ আরজি কর-কাণ্ডের পর বাড়তি সতর্কতা হিসেবে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে ৷

RG Kar Doctor Rape and Murder
কেন্দ্রীয় সরকারি হাসপাতালগুলিতে মহিলা সুরক্ষায় পদক্ষেপ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 20, 2024, 12:27 PM IST

নয়াদিল্লি, 19 অগস্ট: দিন তিনেক আগেই রাজ্য সরকারের তরফে কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা বাড়াতে একাধিক সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ৷ আরজি কর-কাণ্ডের রেশ ধরে এবার প্রায় একই পথে হাঁটল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ৷ সোমবার মন্ত্রকের তরফে কেন্দ্রীয় সরকারি হাসপাতালগুলিতে মহিলা কর্মচারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে মার্শাল মোতায়েন ও নাইট এসকর্টের মতো একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে ৷

স্বাস্থ্যমন্ত্রকের সেই নির্দেশিকায় বলা হয়েছে, হাসপাতালগুলির ভিতরে প্রবেশ ও বেরনোর সময় সকলের উপর কঠোর নজরদারি চালাতে হবে ৷ এক্ষেত্রে কোনও আপস করা চলবে না বলে জানিয়ে দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক ৷ সেই সঙ্গে অনেক রাতে যে সব মহিলা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী কাজের পর ফিরবেন, তাঁদের সকলকে 'নাইট এসকর্ট' দিতে হবে ৷ অর্থাৎ, রাতে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে ৷

সেই সঙ্গে নজরদারির জন্য কেন্দ্রীয় হাসপাতালগুলিতে সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়ানো এবং হাসপাতালের আসা সকলের সঠিক তল্লাশির বিষয়টিও উল্লেখ করা হয়েছে ৷ এই নির্দেশগুলি সব হাসপাতালের সুপারদের পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ দ্রুততা ও কঠোরতার সঙ্গে এই নির্দেশিকাগুলি লাগু করতে বলা হয়েছে তাঁদের ৷

আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার পর, দেশজুড়ে প্রতিবাদে পথে নেমেছেন চিকিৎসকরা ৷ তাঁদের একাধিক দাবিগুলির মধ্যে, কর্মক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করা ছিল অন্যতম ৷ তার জন্য বিশেষ কেন্দ্রীয় আইন লাগু করার দাবি উঠেছিল ৷ তার জেরেই এবার স্বাস্থ্যমন্ত্রক কেন্দ্রীয় সরকারি হাসপাতালগুলিতে মহিলা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই পদক্ষেপগুলি করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details