নয়াদিল্লি, 18 অক্টোবর:দীপাবলি আসতে এখনও খানিকটা বাকি ৷ তার আগেই রাজধানী দিল্লির বাতাসে দূষণের মাত্রা ক্রমশ বেড়ে চলেছে ৷ শুক্রবার দিল্লির বাতাসের গুণগত মান ছিল (একিউআই) 293 । যা 'খারাপ' পর্যায়ের মধ্যেই ধরা হয় ৷ সেই সঙ্গে দোসর যমুনা নদীর উপর বিষাক্ত সাদা ফেনা ৷ সবমিলিয়ে, প্রশাসনের চিন্তা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে এই দূষণ ৷
এদিন সকালে আনন্দ বিহারের বাতাসের গুণগত মান ছিল 339, যা ‘খুব খারাপ’ পর্যায়ের মধ্যে পড়ে । ইন্ডিয়া গেটে ওই একই সময়ে একিউআই ছিল 270 । দ্বারকার সেক্টর 8-এ আবার একিউআই ছিল 325 । বিবেক বিহারে একিউআই ছিল 324 ৷ দীপাবলির আগে এই রিপোর্ট দেখে চিন্তায় বেড়েছে প্রশাসনের ৷ মঙ্গলবার বাতাসের গুণগত মানে খানিক উন্নতি হলেও, বুধবার থেকে পরিস্থিতি আরও খারাপ হতে শুরু হয় ৷
সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের রিপোর্ট অনুযায়ী, একিউআই-এর মাত্রা 'খারাপ' হিসাবে ধরা হলে, শ্বাস নেওয়ার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয় ৷ আবার, মাত্রাটি 'খুব খারাপ' পর্যায়ে চলে গেলে হৃদপিণ্ডের সমস্যা দেখা দেয় বলে দাবি চিকিৎসকদের ৷