হায়দরাবাদ, 7 ফেব্রুয়ারি:শুরু হয়ে গেল ভ্যালেন্টাইন উইক অর্থাৎ প্রেমের সপ্তাহ। আর প্রেম তো শুরু হয় নিবেদন দিয়ে। তাই 7 ফেব্রুয়ারি রোজ-ডে দিয়েই শুরু হয় ভালোবাসার সপ্তাহ। ভালোবাসার ভাষা বুঝতে ও বোঝাতে পারে গোলাপ। তাই উপহার হিসেবে গোলাপের চাহিদা সবার উপরে। গোলাপের বিভিন্ন রং বিভিন্ন অর্থ বহন করে থাকে। চলুন ইটিভি ভারতের প্রতিবেদনে এবার জেনে নিন রংয়ে রংয়ে ফারাকের অজানা কথা ৷
তবে রোজ ডে-তে যেমন শুধু যে প্রেমিক বা প্রেমিকাকেই গোলাপ দেওয়া যায়, তা নয়। বন্ধু, পরিচিত,মা-বাবা, গুরু প্রমুখ অনেককেই গোলাপ দেওয়া যায়। তবে, আসল প্রশ্ন হল, কাকে কোন রংয়ের গোলাপ দেওয়া বাঞ্ছনীয়।
লাল গোলাপ- প্রেম নিবেদনের প্রথম পদক্ষেপই হল ভালোবাসার মানুষটিকে গোলাপ দেওয়া। রোজ ডে-র সঙ্গে জড়িত অন্য আর একটি প্রচলিত ধারণা হল- গ্রিক দেবতা ইরস তাঁর স্ত্রী, দেবী এথেনাকে অপার ভালোবাসতেন। গোলাপ এথেনার প্রিয়, তাই ইরস তাঁকে ভালোবাসার প্রতীক হিসেবে গোলাপ উপহারে দিতেন। সৌন্দর্য, ভালবাসার প্রতীক লাল গোলাপ। সময়ের সঙ্গে সঙ্গে প্রেমের ধরণ বদলে গেলেও প্রেম নিবেদনের ভাষা হিসেবে লাল গোলাপের আবেদন চিরন্তন। তাই প্রিয়জনকে দিন, লাল গোলাপ ৷ আর বলুন হ্যাপি রোজ ডে ৷
সাদা গোলাপ- এমন গোলাপ, যা যে কোনও পরিস্থিতিতে যে কোনও কাউকে দেওয়া যায়। সাদা রংয়ের গোলাপ সাধারণত শ্রদ্ধা, শুদ্ধতা, সরলতা ও পবিত্রতার প্রতীক। বিয়ের সময় কনের হাতে দেওয়া হয় একগুচ্ছ সাদা গোলাপ। কেন জানেন? এই ফুল নতুন জীবন শুরুর প্রতীক। আধ্যাত্মিকতারও প্রতীক সাদা গোলাপ। আবার একেবারে কোনও সম্পর্ক শুরু করার ক্ষেত্রে সাদা গোলাপের বিকল্প নেই।
গোলাপি বা পিঙ্ক গোলাপ-সাধারণত কারও প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে বা কাউকে প্রশংসা করতে হলে কার্যকরী। প্রিয় বন্ধু, নির্ভরযোগ্য সঙ্গীকে 'থ্যাঙ্ক ইউ' বলতে পারেন গোলাপি গোলাপ দিয়ে ৷