আলিগড়, 19 অক্টোবর: ডেঙ্গির প্রকোপ আটকাতে শীঘ্রই ভারতের বাজারে মিলবে এর ভ্যাকসিন । এর জন্য ক্লিনিক্যাল ট্রায়াল চলছে । আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে এই ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হয়েছে ।
ভ্যাকসিনটির একটি ডোজ হবে: আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের জেএনএমসিএইচের টিবি এবং শ্বাসযন্ত্রের রোগ বিভাগের অধ্যক্ষ এবং প্রজেক্ট ডেঙ্গিওলের প্রধান তদন্তকারী অধ্যাপক মহম্মদ শামীম বলেন, "ভারতে ডেঙ্গির ভ্যাকসিনের প্রথম ধাপের তৃতীয় ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে । যারা টিকা নিয়েছেন, তাঁদের দু'বছর পর্যবেক্ষণ করা হবে । তারপর বাজারে আসবে সিঙ্গেল ডোজ ডেঙ্গির ভ্যাকসিন ।"
ভারত টিকা তৈরির ক্ষেত্রে স্বনির্ভর হবে: অধ্যাপকের কথায়, "ভারতে ডেঙ্গি ভ্যাকসিনের ট্রায়ালে প্রাথমিকভাবে আইসিএমআর এবং আংশিক ভাবে প্যানাসিয়া বায়োটেক খরচ দিয়েছে । এটি কোনও বহিরাগত সংস্থার কাছ থেকে কোনও আর্থিক সহায়তা পায়নি । জনস্বাস্থ্যের অন্যতম বড় সমস্যা ডেঙ্গি ৷ তার থেকে মুক্তি পাওয়ার জন্য একটি দেশীয় ভ্যাকসিন তৈরির ভারতের প্রচেষ্টার একটি অনন্য উদাহরণ এই পরীক্ষাটি । এটি আমাদের আত্মনির্ভরশীলতা প্রদর্শন করে ।"
ডেঙ্গির টিকা বাজারে মিলছে না: অধ্যাপক মহম্মদ শামীম জানান, বর্তমানে ভারতে ডেঙ্গির বিরুদ্ধে মোকাবিলায় কোনও অ্যান্টিভাইরাল বা লাইসেন্সপ্রাপ্ত ভ্যাকসিন উপলব্ধ নেই । একটি টেট্রাভ্যালেন্ট ডেঙ্গি ভ্যাকসিন স্ট্রেন (TV003/TV005) NIH, USA দ্বারা তৈরি করা হয়েছে এবং বিশ্বব্যাপী প্রিক্লিনিকাল এবং ক্লিনিকাল ট্রায়ালগুলিতে ব্যাপকভাবে অধ্যয়ন করা হয়েছে ৷ ফলাফলগুলি চারটি সেরোটাইপের জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিল । স্ট্রেনটি ভারতের তিনটি কোম্পানিতে স্থানান্তর করা হয়েছে, যার মধ্যে প্যানাসিয়া বায়োটেক বিকাশের সবচেয়ে উন্নত পর্যায়ে রয়েছে । প্যানাসিয়া তার নিজস্ব একটি পূর্ণাঙ্গ ভ্যাকসিন তৈরির জন্য কাজ করেছে । কোম্পানির এই কাজের একটি প্রক্রিয়া পেটেন্ট আছে ৷