পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মোদির জবাবি ভাষণের পরই অনির্দিষ্টকালের জন্য মুলতুবি লোকসভা - FIRST SESSION OF 18TH LOK SABHA - FIRST SESSION OF 18TH LOK SABHA

Lok Sabha adjourned: গত 24 জুন অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের সূচনা হয় ৷ প্রথম দু'দিনে 539 সাংসদের শপথগ্রহণের সাক্ষী থাকে সংসদের নিম্নকক্ষ ৷ 26 জুন ধ্বনিভোটে টানা দ্বিতীয়বারের জন্য লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হন ওম বিড়লা ৷ পরদিন অর্থাৎ, 27 জুন সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ শেষ দু'দিনে রাষ্ট্রপতির সেই ভাষণের ধন্যবাদ প্রস্তাবে বক্তব্য রাখেন শাসক-বিরোধী মিলিয়ে সংসদের 68 জন সদস্য ৷

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

By ETV Bharat Bangla Team

Published : Jul 2, 2024, 11:05 PM IST

নয়াদিল্লি, 2 জুলাই:অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে গেল অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন ৷ যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের ধন্যবাদ প্রস্তাবে সোমবার রাহুল গান্ধির বক্তব্যের পর এদিন জবাবি ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এরপরই অনির্দিষ্টকালের সংসদের নিম্নকক্ষ মুলতুবি ঘোষণা করেন স্পিকার ওম বিড়লা ৷

গত 24 জুন অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের সূচনা হয় ৷ প্রথম দু'দিনে 539 সাংসদের শপথগ্রহণের সাক্ষী থাকে সংসদের নিম্নকক্ষ ৷ 26 জুন ধ্বনিভোটে টানা দ্বিতীয়বারের জন্য লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হন ওম বিড়লা ৷ পরদিন অর্থাৎ, 27 জুন সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ শেষ দু'দিনে রাষ্ট্রপতির সেই ভাষণের ধন্যবাদ প্রস্তাবে বক্তব্য রাখেন শাসক-বিরোধী মিলিয়ে সংসদের 68 জন সদস্য ৷ অধ্যক্ষ ওম বিড়লা জানান রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের উপর বক্তব্য লোকসভায় চলেছে 18 ঘণ্টা ধরে ৷

গতকাল রাহুল গান্ধির পর এদির ধন্যবাদ প্রস্তাবের জবাবি ভাষণে প্রধানমন্ত্রী কী বলেন, সেদিকেই নজর ছিল সকলের ৷ নিট-মণিপুরের মত ইস্যুতে গতকাল রাহুল শাসকদলকে বিঁধলে এদিন তাঁর পালটা দেন মোদি ৷ যদিও বিরোধী হট্টগোলে তা মোটেই মসৃণ হয়নি ৷ এদিন প্রধানমন্ত্রীর প্রায় আড়াই ঘণ্টার ভাষণে একমুহূর্তের জন্যও থামেনি বিরোধীদের হট্টগোল ৷ স্পিকার ওম বিড়লা একাধিকবার ভর্ৎসনা করলেও লাভের লাভ কিছু হয়নি ৷ শেষমেশ প্রধানমন্ত্রীর জবাবি ভাষণ চলাকালীন বিরোধীদের হট্টগোলের নিন্দা করে মঙ্গলবার প্রস্তাব পাশ হয় লোকসভায় ৷

এই নিন্দা প্রস্তাব এনে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, এদিন বিরোধীদের হট্টগোল সংসদীয় রীতিনীতিকে ভঙ্গ করেছে ৷ প্রধানমন্ত্রীর ভাষণের পরই এদিন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নিন্দা প্রস্তাবটি আনেন ৷ রাজনাথের আনা নিন্দা প্রস্তাবকে সমর্থন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ শেষে ধ্বনিভোটে সেটি পাশ হয় সংসদের নিম্ন কক্ষে ৷ লোকসভা মুলতুবি হলেও রাজ্যসভা চলবে আগামিকালও ৷

ABOUT THE AUTHOR

...view details