পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'নরেন্দ্র মোদি সরকারের আমলে সামাজিক ন্যায়বিচারই অগ্রাধিকার', মন্তব্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর - Independence Day 2024 - INDEPENDENCE DAY 2024

President Droupadi Murmu: স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন ৷ এদিন তিনি দেশের বৈচিত্র্য, বহুত্ববাদের উপর জোর দেন ৷ মোদি সরকার সমাজের প্রান্তিক শ্রেণির উন্নয়নে জোর দিয়েছে বলে জানান তিনি ৷

President Droupadi Murmu
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 14, 2024, 10:51 PM IST

নয়াদিল্লি, 14 অগস্ট:স্বাধীনতা দিবসের আগের সন্ধ্যায় দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ এদিন তিনি সামাজিক শ্রেণিবিন্যাসের মধ্যে নিহিত বিভাজন প্রবণতা প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন ৷ দেশের 78তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে তাঁর ভাষণে, রাষ্ট্রপতি ভারতে রাজনৈতিক গণতন্ত্রের স্থির অগ্রগতির কথা তুলে ধরেন ৷

তিনি উল্লেখ করেন, "নরেন্দ্র মোদি সরকারের কাছে সামাজিক ন্যায়বিচারই সর্বোচ্চ অগ্রাধিকার ৷ এই সরকার তফশিলি জাতি ও উপজাতি এবং অন্য প্রান্তিক গোষ্ঠীর মানুষের উন্নয়নের জন্য অভূতপর্ব ব্যবস্থা গ্রহণ করেছে ৷"

এদিন তিনি ভারতের সংবিধানের স্থপতি ড. বিআর আম্বেদকরের কথা মনে করিয়ে দেন ৷ রাষ্ট্রপতি বলেন, "সমাজের ভিত্তিতে গণতন্ত্র না থাকলে রাজনৈতিক গণতন্ত্র টিকে থাকতে পারে না ৷" রাজনৈতিক গণতন্ত্রের নিরবচ্ছিন্ন অগ্রগতিই সমাজে ঐক্য, গণতন্ত্র প্রমাণ করে ৷

"আমাদের জীবনে সমাজের প্রতিটি ক্ষেত্রে অন্তর্ভুক্তির উৎসাহের উপস্থিতি রয়েছে ৷ আমরা একটি ঐক্যবদ্ধ দেশ হিসেবে একসঙ্গে এগিয়ে যাচ্ছি ৷ আমাদের বৈচিত্র্য এবং বহুত্বকে সঙ্গে নিয়ে ৷ সদর্থক কাজকর্ম অন্তর্ভুক্তিকে আরও শক্তিশালী করে তোলে ৷ আমার দৃঢ় বিশ্বাস আমাদের মতো এই বিশাল একটা দেশে সামাজিক শ্রেণি বিন্যাসের উপর ভিত্তি করে তৈরি বিভাজনের প্রবণতাকে প্রত্যাখ্যান করতে হবে", বলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷

তিনি একাধিক কেন্দ্রীয় সরকারি উদ্যোগের কথাও তুলে ধরেন- প্রধানমন্ত্রী সামাজিক উত্থান এবং রোজগার আধারিত জনকল্যাণ (PM-SURAJ), এতে সরাসরি আর্থিক সাহায্য পাওয়া যায় ৷ প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান (PM-JANMAN) ৷

ABOUT THE AUTHOR

...view details