পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

13 বছর আগে হারিয়ে যাওয়া শিশুর খোঁজ পেতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার - AI Use for missing kid - AI USE FOR MISSING KID

AI Use for Mi: চেন্নাইয়ে 13 বছর আগে নিখোঁজ হওয়া একটি শিশুর ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে ৷ বাবা-মা শিশুটিকে খুঁজছেন তারা এই ছবিতে ফের নতুন করে আশায় বুক বাঁধছে ৷

AI use missing kid
ব্যবহার হলো এআই (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 23, 2024, 3:40 PM IST

চেন্নাই, 23 মে: "এখন আমাদের সন্তান হয়তো আমাদের আর চেনে না, কিন্তু যারা তাকে নিয়ে গিয়েছে তারা জানে ৷ দয়া করে আমাদের মেয়েকে ফিরিয়ে দিন ৷" কান্না ভেজা গলায় এমনই কাতর আবেদন মায়ের ৷ 13 বছর আগে শিশুকন্যাকে হারিয়েছে চেন্নাইয়ের বাসন্তী-গণেশন দম্পতি ৷ এখনও মেয়ের খোঁজ চালিয়ে যাচ্ছেন দু'জনে। আর সেই খোঁজে এবার সামিল কৃত্রিম বুদ্ধিমত্তার ৷ নিখোঁজের খোঁজ পেতে এআই কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে মেয়ের বর্তমান সময়ের ছবি ৷

চেন্নাইয়ের শালিগ্রামের গণেশান এবং বাসন্তী দম্পতির ঘরে জন্ম নেওয়া কবিতা 19 সেপ্টেম্বর 2011 থেকে নিখোঁজ ৷ মাত্র দু'বছর বয়সে বাড়ির কাছে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। গণেশন বলছেন, "আমি আমার মেয়েকে ফিরে পাওয়ার জন্য 13 বছর ধরে অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছি ৷" তবে পুলিশ মামলাটি দ্রুত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত শুনে হতবাক গণেশন ৷ একটি সমবায় ব্যাঙ্কে কাজ করেন তিনি ৷ তাঁর দাবি, সমস্ত শক্তি সঞ্চয় করে এখনও পর্যন্ত প্রচুর পরিমাণ ব্যয় করেছেন মেয়েকে খুঁজে পাওয়ার জন্য। এমনকী পুলিশের সিদ্ধান্তের বিরুদ্ধে চেন্নাই সাইদাপেট আদালতে মামলাও করেছে ওই দম্পতি ৷

আরও পড়ুন:এক্স হ্যান্ডেলে নতুন ফিচার, পোস্ট করা যাবে পুরো সিনেমা থেকে পড়কাস্ট

গণেশন বলেন, "আদালতের হস্তক্ষেপে কর্তৃপক্ষ প্রযুক্তির সাহায্য চেয়েছিল। শিশু কবিতার একমাত্র স্মৃতি ছিল আমাদের বাড়িতে দুটি ছবি। বাড়িতে অনুষ্ঠানের সময় তোলা ছবিগুলো আমি কর্তৃপক্ষের কাছে তুলে দিয়েছি ৷ তখন কবিতার বয়স ছিল দুই বছর ৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এরপর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে বর্তমানে মেয়ে কেমন দেখতে হতে পারে সেই ছবি তৈরি করেছেন।" এআই দ্বারা নির্মিত মেয়ের ছবি দেখে আরও ভেঙে পড়েছে ওই দম্পতি। গণেশান জানিয়েছে, একজন সাধারণ ব্যাঙ্ক কর্মীর বর্তমান বেতনে সংসার চালোনর জন্য যথেষ্ট নয় ৷ এমনকী মেয়ের সন্ধান করার সামর্থ্যও আর তাদের কাছে অবশিষ্ট নেই।

তবে এআই-এর মাধ্যমে প্রাপ্ত ছবি তাদের মেয়েকে ফিরে পাওয়ার সম্ভাবনা কিছুটা হলেও বাড়িয়েছে বলে বিশ্বাস করেন গনেশান ৷ তারা এআই-জেনারেট করা ছবি তাদের আত্মীয় এবং বন্ধুদের সঙ্গেও ভাগ করে নিয়েছেন ৷ সোশ্যাল মিডিয়াতেও অনুসন্ধান করছেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, "আমার সন্তানকে কোথাও দেখলে আমাদের জানান।"

কবিতার বর্তমান ছবি দেখে আবেগাপ্লুত মা বাসন্তী বলেন, “শিশু কবিতা নিজেই বর্তমান ছবি দেখবে কিন্তু সে চিনতে পারবে না। যারা আমাদের সন্তান কেড়ে নিয়েছে তারাই শিশুটিকে আমাদের কাছে ফিরিয়ে দেবে। আমরা গত 13 বছর ধরে মেয়ের সন্ধান করছি। যদি কেউ তার সম্পর্কে জানেন তবে অবশ্যই আমাদের জানাবেন ৷” 1992 সালে কমল হাসান অভিনীত "সিংহরাভেলান" চলচ্চিত্রে একটি দৃশ্য রয়েছে যেখানে খুশবুর ছবি কম্পিউটার দ্বারা তৈরি করা হয়েছে। পুলিশ এআই-এর মাধ্যমে প্রায় একই প্রচেষ্টা সম্ভব করেছে। নারী ও শিশু অপরাধ দমন বিভাগের পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শিশুটিকে খুঁজে বের করে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা ছবি সব থানায় পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন তারা।

আরও পড়ুন:ভিডিয়ো এডিটিংয়ে আগ্রহ ? কাজে আসতে পারে 6 বিনামূল্যের এআই টুল

ABOUT THE AUTHOR

...view details