নয়াদিল্লি, 12 অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে মানহানির মামলা দায়ের হয়েছে কংগ্রেস সাংসদ শশী থারুরের বিরুদ্ধে ৷ সোমবার এই মামলাটির শুনানি হবে সুপ্রিম কোর্টে ৷ 2018 সালের অক্টোবর মাসে প্রবীণ নেতা শশী থারুর একটি মন্তব্যে প্রধানমন্ত্রী মোদিকে উদ্দেশ্য করে বলেছিলেন, 'শিবলিঙ্গে বিছে' ৷ ওই মন্তব্যকে কেন্দ্র করেই শশী থারুরের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয় ৷
মোদিকে উদ্দেশ্য করে করা ওই 'আপত্তিকর' মন্তব্যের ভিত্তিতে ওই বছরেরই 2 নভেম্বর কংগ্রেস সাংসদ শশী থারুরের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন দিল্লির বিজেপি নেতা রাজীব বব্বর ৷ এই মামলায় 10 সেপ্টেম্বর ট্রায়াল কোর্টে হাজিরা দেওয়ার কথা ছিল তিরুবনন্তপুরমের সাংসদ থারুরের ৷ প্রাক্তন কূটনীতিক শশী থারুর দিল্লি হাইকোর্টে এই মামলাটি খারিজ করার আবেদন জানালে আদালত সেই আবেদন বাতিল করে ৷ এরপর হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তিনি সুপ্রিম কোর্টে আবেদন জানান ৷