পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সংরক্ষণের ক্ষেত্রে তপশিলি জাতি ও উপজাতির মধ্যে শ্রেণি ভাগ করতে পারে রাজ্য: সুপ্রিম কোর্ট - Supreme Court Verdict - SUPREME COURT VERDICT

Caste Reservation Issue: বড় রায় ঘোষণা দেশের সর্বোচ্চ আদালতের ৷ এবার থেকে তপশিলি জাতি বা তপশিলি উপজাতির মধ্যেও শ্রেণিবিভাজন বা সাব-ক্লাসিফিকেশন করতে পারে রাজ্য ৷ বৃহস্পতিবার এমনই রায় দিল সুপ্রিম কোর্ট ৷

Caste Reservation Issue
সুপ্রিম কোর্ট (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Aug 1, 2024, 11:40 AM IST

Updated : Aug 1, 2024, 1:08 PM IST

নয়াদিল্লি, 1 অগস্ট: তপশিলি জাতি বা তপশিলি উপজাতির শ্রেণিকরণে রাজ্যগুলিকে অনুমতি দিল সুপ্রিম কোর্ট ৷ বৃহস্পতিবার সর্বোচ্চ আদালত জানায়, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং চাকরিতে রাজ্যগুলি তফশিলি জাতি ও উপজাতিদের মধ্যে উপশ্রেণি চিহ্নিতকরণ ও বিশেষ সংরক্ষণে বিশেষ সুবিধা দেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারবে ৷ আজ সুপ্রিম কোর্টে সাত বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এমনই ঐতিহাসিক রায় দেয় ৷

রাজ্যগুলিকে আরও এসটি ও এসসি'দের উন্নত করার জন্য সংরক্ষিত বিভাগের মধ্যে সাব-ক্লাসিফিকেশন করে দেওয়া হল ৷ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নেতৃত্বাধীন বেঞ্চের ছয় বিচারপতিই এতে সায় দিলেও ভিন্ন মত পোষণ করেন একজন ৷ 6:1 অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ বিচারপতির রায়ে তফসিলি জাতি এবং উপজাতিদের মধ্যে অনগ্রসররা পৃথক সংরক্ষণের অধিকার পেলেন ৷

সাত বিচাপরতির বেঞ্চের রায় ঘোষণা করে প্রধান বিরাচপতি ডিওয়াই চন্দ্রচূড় জানান, উপশ্রেণি চিহ্নিতকরণের বিষয়টি ভারতীয় সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদে উল্লিখিত সমতার নীতি লঙ্ঘন করছে না ৷ তবে সাত বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার এই রায়ের ক্ষেত্রে ঐকমত্যে পৌঁছয়নি । কারণ ছ’জন বিচারপতির মধ্যে এই রায় নিয়ে ভিন্নমত প্রকাশ করেন বিচারপতি বেলা ত্রিবেদী ৷ তাঁর মতে, তফশিলি জাতি উপজাতিদের মধ্যে অতি পিছিয়ে পড়া অংশকে চিহ্নিত করে ‘কোটার মধ্যে কোটার' সুবিধা দেওয়ায় ছাড়পত্র দেওয়া হল ৷

দেশে সামাজিক সমতা আনার পক্ষে এই রায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল । এর আগে ইভি চিন্নিয়ার মামলার রায়ে বলা হয়েছিল, রাজ্যগুলি তপশিলি জাতি বা তপশিলি উপজাতির মধ্যে সাব-ক্লাসিফিকেশন করতে পারে না ৷ তবে প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ সেই রায়কে আজ খারিজ করে দিয়েছে ৷

'শো যা নেহিতো গব্বর আ জায়েগা...', সুপ্রিম কোর্টে শোনা গেল শোলের সংলাপ

Last Updated : Aug 1, 2024, 1:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details