নয়াদিল্লি, 9 অগস্ট:দীর্ঘ সাড়ে 17 মাস পরদিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে জামিন দিল সুপ্রিম কোর্ট ৷ দিল্লি আবগারি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই ৷ শুক্রবার সকালে জামিনে মুক্তি পেলেন তিনি ৷ আম আদমি পার্টির জন্য বড় স্বস্তি ৷ তবে তাঁকে শীর্ষ আদালতের কাছে পাসপোর্ট জমা রাখতে হবে ৷ 6 অগস্ট সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ এই মামলায় চূড়ান্ত রায়দান স্থগিত রেখেছিল ৷ তবে দ্রুত আপ নেতার বিরুদ্ধে মামলার ট্রায়াল শেষ করার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত ৷
এদিন জামিনের মামলার শুনানিতে নিম্ন আদালতের দীর্ঘসূত্রিতাকে ভর্ৎসনা করেন সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথন ৷ তাঁরা বলেন, "আম আদমি পার্টির নেতার 'দ্রুত বিচার' পাওয়া দরকার ৷ বিচারের নামে তাঁকে দীর্ঘদিন আটকে রাখা আইন বিরুদ্ধ ৷" বিচারপতি গাভাই বলেন, "ইতিমধ্যে 18 মাস কারাদণ্ডের শাস্তি ভোগ করেছেন ৷ এখনও বিচার শুরু হয়নি ৷ আবেদনকারী তাঁর দ্রুত বিচারের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন ৷ ট্রায়াল কোর্ট এবং হাইকোর্টের এই বিষয়ে যথাযথ মনোযোগ দেওয়া উচিত ছিল ৷" দিল্লি আবগারি মামলায় অভিযুক্ত মণীশ সিসোদিয়াকে জামিন না দেওয়ার অর্থ তাঁকে সাপ-মইয়ের খেলা খেলতে বাধ্য করা, জানায় দুই বিচারপতির বেঞ্চ ৷