নয়াদিল্লি, 21 মে:রাজীব গান্ধির 33তম প্রয়াণ দিবস আজ ৷ মঙ্গলবার সকালে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন স্ত্রী সোনিয়া গান্ধি, পুত্র রাহুল গান্ধি-সহ কংগ্রেসের শীর্ষ নেতারা ৷ গোলাপের পাপড়ি, সাদা ফুল দিয়ে সাজানো নয়াদিল্লির 'বীরভূমি'তে প্রাক্তন প্রধানমন্ত্রীর সমাধিতে একে একে শ্রদ্ধা জানালেন কংগ্রেসের সোনিয়া-খাড়গে-রাহুলরা ৷ দলের বাকি নেতাদের সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানালেন দলের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম এবং কংগ্রেস নেতা সচিন পাইলট ৷
দলের তরফে রাজীবকে শ্রদ্ধা জানিয়ে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে এক্স হ্যান্ডেলে ৷ ক্যাপশনে লেখা রয়েছে, "দেশপ্রেম ও আত্মত্যাগের অপর নাম শ্রী রাজীব গান্ধি।" 1944 সালের 20 আগস্ট জন্ম হয় রাজীব গান্ধির ৷ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর দেশে ফিরে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা 'ইন্ডিয়ান এয়ারলাইন্স'এ পেশাদার বিমান চালক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি ৷ 1984 সালে তাঁর মা তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির মৃত্যুর পর মাত্র 40 বছর বয়সে প্রধানমন্ত্রীর আসনে বসেন তিনি ৷ সেইসঙ্গে দেশের কনিষ্ঠ প্রধানমন্ত্রী নির্বাচিত হন রাজীব ৷