পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দুবাই থেকে বিয়ে করতে এসে 6 ঘণ্টার অপেক্ষা ! নিরুদ্দেশ 'ইনস্টা বধূ' - SOCIAL MEDIA AFFAIR TURNED FAKE

সোশাল মিডিয়ায় প্রেম থেকে বিয়ে-পরিণতি এমনও হতে পারে ৷ দুবাই থেকে বিয়ে করতে এসে বিয়ের পিঁড়িতে বসা হল না দীপকের ৷ যেতে হল থানায় ৷

Affair on Social Media turned hoax in reality
বিয়ে করতে গিয়ে থানায় গেলেন বর ও তাঁর বাবা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Dec 7, 2024, 9:25 PM IST

মোগা, 7 ডিসেম্বর: মাথায় লাল রঙা পাগড়ি, পরনে সাদা উজ্জ্বল শেরওয়ানিতে হাজির বর ৷ তাঁর সঙ্গে 150 জন বরযাত্রীও ৷ সবাই কনের বাড়ির লোকজনের জন্য অপেক্ষা করছেন ৷ এদিকে ঘড়ির কাঁটা সরে দুপুর থেকে সন্ধ্যা হয়ে গেল ৷ কনের বাড়ির কেউ তাঁদের বরণ করে নিয়ে যেতে এলেন না ৷ বিয়ে না করে শেষে থানায় গেলেন দুবাই-ফেরত বর ও তাঁর পরিবারের সদস্যরা ৷

6 ডিসেম্বর এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পঞ্জাবের মোগা জেলায় ৷ ভুয়ো বিয়ের নামে পাত্রী আগেভাগে বরের কাছ থেকে কয়েক হাজার টাকাও আদায় করেছে ৷ এদিকে সবটাই যে ধাপ্পাবাজি, তা ঘুণাক্ষরেও বুঝে উঠতে পারেননি দুবাই থেকে বিয়ে করতে আসা বর ৷

ঘটনার সূত্রপাত সোশাল মিডিয়ায় ৷ সেখানেই 24 বছরের দীপক কুমারের সঙ্গে আলাপ হয় মনপ্রীত কৌরের ৷ দীপক পঞ্জাবের জলন্ধর জেলার মান্ডিয়ালা গ্রামের বাসিন্দা ৷ তিনি দুবাইয়ে শ্রমিকের কাজ করেন ৷ দীপক কখনও মনপ্রীত কৌরকে সামনাসামনি দেখেননি ৷ ইনস্টাগ্রামে আলাপ থেকে ভালোবাসা ৷ তিন বছরেরও বেশি সময়ের সম্পর্ক তাঁদের ৷ তাই এবার দু'জনেই বিয়ের সিদ্ধান্ত নেন বলে জানা গিয়েছে ৷ ঠিক হয়, 6 ডিসেম্বর দীপকের সঙ্গে মনপ্রীতের বিয়ে হবে ৷

বিয়ের জন্য একমাস আগে দুবাই থেকে পঞ্জাবে নিজের গ্রামে ফিরে এসেছেন দীপক ৷ কথামতো 6 ডিসেম্বর দুপুর 12টা নাগাদ তিনি হাজির হন মোগায় ৷ তাঁর সঙ্গে একশোরও বেশি বরযাত্রী ৷ এদিকে বিয়ের জায়গায় এসে দীপক জানতে পারেন সেখানে মনপ্রীত নামে কোনও মেয়ে থাকে না ৷ সঙ্গে সঙ্গে তিনি হবু স্ত্রীকে ফোন করেন ৷ উত্তরে মনপ্রীত তাঁদের একটু অপেক্ষা করার অনুরোধ জানান ৷ মনপ্রীতের বাড়ির লোকজন খুব শীঘ্রই গিয়ে বর এবং বরযাত্রীদের সবাইকে নিয়ে আসবেন ৷

দীপক-রা অপেক্ষা করতে থাকেন ৷ এদিকে কনের বাড়ির কেউ আসছেন না দেখে, ফের ফোন করেন মনপ্রীতকে ৷ এবার তার ফোন সুইচড অফ ৷ এভাবে খিদে, তেষ্টায় বরযাত্রীরা কনেযাত্রীদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন ৷ শেষে কেউ না-আসায় সন্ধ্যা 6টার সময় বর এবং তাঁর বাবা স্থানীয় থানার দ্বারস্থ হন ৷

বরবেশী দীপক জানান, তিনি দুবাইয়ে একটি কোম্পানিতে কাজ করেন ৷ বিয়ে করতে দেশে ফিরেছেন ৷ বিয়ের জন্য মনপ্রীত তাঁর কাছ থেকে 60 হাজার টাকো চেয়েছিল ৷ সেই টাকাও তিনি প্রেমিকাকে দিয়েছিলেন ৷ এদিকে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও কেউ আসেনি ৷ থানায় অভিযোগ দায়ের করেন দীপক ও তাঁর বাবা ৷

পুলিশকে দীপক জানান যে, তিনি কখনও মনপ্রীতকে সামনাসামনি দেখেননি ৷ বরের বাবা জানান, প্রথমে 2 ডিসেম্বর বিয়ে ঠিক হয়েছিল ৷ কিন্তু মনপ্রীত জানিয়েছিল, তাঁর বাবার শরীর খারাপ ৷ তাই পরে তারিখ পরিবর্তন হয়ে 6 ডিসেম্বর করা হয় ৷ দীপকের বাবা প্রেম চন্দ অভিযোগ করেন, তাঁদের সঙ্গে প্রতারণা হয়েছে ৷ পুলিশ আধিকারিক হরজিন্দর সিং জানিয়েছেন, দীপকের বাবা পুলিশের কাছে মনপ্রীতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ৷ পুলিশের কাছে এই ঘটনায় একটাই সূত্র আছে, তা হল তার ফোন নম্বর ৷ তাঁরা মেয়েটির সন্ধান করছেন, জানান পুলিশ আধিকারিক ৷

ABOUT THE AUTHOR

...view details