নয়াদিল্লি, 10 এপ্রিল: লোকসভা নির্বাচনের জেরে দেশের রাজনৈতিক উত্তাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ৷ এই পরিস্থিতিতে তাপপ্রবাহেরও সতর্কবার্তা দিয়ে রেখেছে ভারতীয় আবহাওয়া বিভাগ বা আইএমডি ৷ তাপপ্রবাহের সতর্কবার্তা প্রতিবারই দেওয়া হয় আইএমডি-র তরফে ৷ কিন্তু এবার যেহেতু লোকসভা নির্বাচন চলবে, তাই এই নিয়ে আতঙ্ক ছড়িয়েছে অনেকের মনে ৷ কিন্তু গ্রীষ্মের পরই স্বস্তি মিলতে পারে ৷ বর্ষায় বৃষ্টি হতে পারে স্বাভাবিক পরিমাণে ৷ ইটিভি ভারতকে এমনটাই জানিয়েছেন স্কাইমেটের প্রেসিডেন্ট জিপি শর্মা ৷
তিনি জানান, বর্ষাকাল এবার স্বাভাবিক হবে বলে অনুমান করছে স্কাইমেট ৷ জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত স্বাভাবিক মাত্রায় বৃষ্টি হবে ৷ 2024 সালের 12 জানুয়ারি একই পূর্বাভাস দিয়েছিল স্কাইমেট ৷ এখনও তাঁরা সেই অবস্থান বদলাচ্ছেন না ৷ তবে বর্ষার শুরু কি স্বাভাবিক সময়ে হবে ? এই নিয়ে এখনই মন্তব্য করতে নারাজ তিনি ৷ জিপি শর্মা জানিয়েছেন, সাধারণত বর্ষাকাল শুরুর 15-20 দিন আগে তাঁরা এই বিষয়টি অনুমান করেন ৷ বর্ষা আসার স্বাভাবিক সময় পয়লা জুন ৷
অন্যদিকে তাপপ্রবাহ নিয়ে তিনি বলেন, "উত্তর কর্ণাটক, তেলেঙ্গানা-সহ এখানে হট পকেট রয়েছে ও সেখানে তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে । তেলেঙ্গানা, বিদর্ভ, মারাঠওয়াড়া ও কর্ণাটক, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের কিছু অংশ-সহ বেশ কয়েকটি অঞ্চলে উচ্চ তাপমাত্রা ও তাপপ্রবাহ দেখা দিয়েছে । তবে আশা করা হচ্ছে যে আগামী চারদিন এই অঞ্চলগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা কম ।" তিনি আরও বলেন, "এবার আপনি স্বাভাবিক সময়ের চেয়ে বেশি ঘন ঘন বা দীর্ঘ সময়ের জন্য (তাপপ্রবাহ) আশা করতে পারেন এবং এটি জুনের মাঝামাঝি পর্যন্ত স্থায়ী হতে পারে ৷"