পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বেলুড়ে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, 'তৃণমূল শেখ শাহজাহানকে সুরক্ষা দিচ্ছে', আক্রমণ শিবরাজের

Shivraj Singh Chouhan visits Belur Math: মঙ্গলবার সকালেই তিনি বেলুড় মঠে পৌঁছলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্য়মন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷ মঠ চত্বরে রাজনৈতিক কোনও বিষয়ে মন্তব্য করেননি তিনি ৷ তবে পরে তিনি জানান, শেখ শাহজাহানকে বাঁচাচ্ছে তৃণমূল ৷

ETV Bharat
বেলুড় মঠে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান

By ETV Bharat Bangla Team

Published : Feb 13, 2024, 11:36 AM IST

মঙ্গলবার সকালে বেলুড়ে রামকৃষ্ণ মঠ ও মিশন পরিদর্শনে পৌঁছলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান

বেলুড়, 13 ফেব্রুয়ারি: দলীয় সফরে সোমবার রাজ্যে এসেছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান ৷ হাওড়া শহর ও উলুবেড়িয়াতে দলীয় কর্মসূচি শেষ করে মঙ্গলবার সকালেই তিনি ব্যক্তিগত সফরে বেলুড় মঠ পরিদর্শনে আসেন ৷ এদিন সকাল সাড়ে আটটা নাগাদ তিনি বেলুড় মঠে পৌঁছন ৷ রামকৃষ্ণ মঠ ও মিশন চত্বরে তিনি কোনও রাজনৈতিক প্রশ্নের উত্তর দিতে চাননি ৷

মূল মন্দিরের সামনে তাঁকে অভ্যর্থনা জানান সন্ন্যাসীরা ৷ এরপর মধ্যপ্রদেশের বিজেপি নেতা ঠাকুর শ্রীশ্রী রামকৃষ্ণের মন্দির পরিদর্শন করেন ৷ তাঁকে প্রণাম নিবেদন করেন ৷ এরপর স্বামীজীর ভবন, মায়ের মন্দির-সহ অন্য মন্দিরগুলি ঘুরে দেখেন তিনি ৷ বেলুড় মঠ দর্শন করে স্বভাবতই তিনি অভিভূত ৷ এদিন সকালে তিনি সোশাল মিডিয়ায় একটি পোস্টে লেখেন, "শৈশব থেকেই স্বামী বিবেকানন্দ আমার প্রেরণা ৷ স্বামীজির শব্দ আমি সবসময় শুনতে পাই ৷ সেগুলি আমায় নতুন উৎসাহ জোগায় ৷ আমার সৌভাগ্য যে আজ আমি বেলুড় মঠের পবিত্র মাটিকে প্রণাম করার সুযোগ পেলাম ৷ এইখানে স্বামীজি তাঁর শেষ সময় কাটিয়েছেন ৷ ওই কক্ষে আধ্যাত্মিক উদ্দীপনার প্রত্যক্ষ অনুভূতিতে আমার নিজেকে ধন্য মনে হচ্ছে ৷"

মঠ থেকে বেরিয়ে শিবরাজ সিং সাংবাদিকদের বলেন, "শেখ শাহজাহানকে তৃণমূলই বাঁচাচ্ছে ৷" তৃণমূল ও বিজেপির মধ্যে সেটিং তত্ত্ব তিনি খারিজ করে দেন ৷ প্রাক্তন বিজেপি মন্ত্রী পালটা প্রশ্ন করেন, "মহাগঠবন্ধন করল কেন ?"

এদিন বেলুড়ে তাঁর সঙ্গে ছিলেন হাওড়া জেলা বিজেপির নেতৃবৃন্দ ৷ মঠ ও মন্দিরের অতীত ইতিহাস-সহ স্বামী বিবেকানন্দের ভাবাদর্শের বিষয়ে চৌহানকে বিস্তারিত জানান উপস্থিত সন্ন্যাসীরা ৷ এরপর বেলুড় মঠ থেকে বেরিয়ে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেন ৷ যদিও বেলুড় মঠে এই সফরে এসে রাজনীতি প্রসঙ্গে সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করেননি মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান ৷

2023 সালের নভেম্বরে মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন হয় ৷ সেখানে একক সংখ্যাগরিষ্ঠায় জয়ী হয় বিজেপি ৷ গেরুয়া শিবিরের এই জয়ের নেপথ্যে তৎকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের অবদান রয়েছে বলে মনে করে রাজনৈতিক ওয়াকিবহাল মহল ৷ মহিলাদের জন্য তাঁর 'লাডলি বেহেনা' প্রকল্প জনপ্রিয় হয় মধ্যপ্রদেশে ৷ রাজ্যে বিজেপির জয়ের পর মনে করা হয়েছিল তিনিই ফের মুখ্যমন্ত্রী হবেন ৷ তবে বিজেপি তাঁর বদলে মোহন যাদবকে মুখ্যমন্ত্রী করেন ৷

সোমবার কলকাতা থেকে হাওড়াতে যান শিবরাজ চৌহান ৷ এদিন সন্দেশখালি-সহ রাজ্যের দুর্নীতি প্রসঙ্গে তিনি রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করেন ৷ এই বছর লোকসভা নির্বাচনে রাজ্যের সাধারণ মানুষ নরেন্দ্র মোদিকেই সমর্থন করবে ৷ তারা বিজেপিকে সমর্থন করবে বলেও আশা প্রকাশ করেন শিবরাজ চৌহান ৷

আরও পড়ুন:

  1. মধ্যপ্রদেশে নয়া মুখ্যমন্ত্রী! শিবরাজের 'লাডলি বহেনা'র দায়ভার সামলাবেন মোহন যাদব
  2. মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের নায়ক 'মামা' শিবরাজই
  3. পা ধুইয়ে দিয়েছিলেন শিবরাজ, এবার মধ্যপ্রদেশে নিগৃহীত আদিবাসীর জন্য আর্থিক সাহায্য ঘোষণা

ABOUT THE AUTHOR

...view details