মঙ্গলবার সকালে বেলুড়ে রামকৃষ্ণ মঠ ও মিশন পরিদর্শনে পৌঁছলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বেলুড়, 13 ফেব্রুয়ারি: দলীয় সফরে সোমবার রাজ্যে এসেছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান ৷ হাওড়া শহর ও উলুবেড়িয়াতে দলীয় কর্মসূচি শেষ করে মঙ্গলবার সকালেই তিনি ব্যক্তিগত সফরে বেলুড় মঠ পরিদর্শনে আসেন ৷ এদিন সকাল সাড়ে আটটা নাগাদ তিনি বেলুড় মঠে পৌঁছন ৷ রামকৃষ্ণ মঠ ও মিশন চত্বরে তিনি কোনও রাজনৈতিক প্রশ্নের উত্তর দিতে চাননি ৷
মূল মন্দিরের সামনে তাঁকে অভ্যর্থনা জানান সন্ন্যাসীরা ৷ এরপর মধ্যপ্রদেশের বিজেপি নেতা ঠাকুর শ্রীশ্রী রামকৃষ্ণের মন্দির পরিদর্শন করেন ৷ তাঁকে প্রণাম নিবেদন করেন ৷ এরপর স্বামীজীর ভবন, মায়ের মন্দির-সহ অন্য মন্দিরগুলি ঘুরে দেখেন তিনি ৷ বেলুড় মঠ দর্শন করে স্বভাবতই তিনি অভিভূত ৷ এদিন সকালে তিনি সোশাল মিডিয়ায় একটি পোস্টে লেখেন, "শৈশব থেকেই স্বামী বিবেকানন্দ আমার প্রেরণা ৷ স্বামীজির শব্দ আমি সবসময় শুনতে পাই ৷ সেগুলি আমায় নতুন উৎসাহ জোগায় ৷ আমার সৌভাগ্য যে আজ আমি বেলুড় মঠের পবিত্র মাটিকে প্রণাম করার সুযোগ পেলাম ৷ এইখানে স্বামীজি তাঁর শেষ সময় কাটিয়েছেন ৷ ওই কক্ষে আধ্যাত্মিক উদ্দীপনার প্রত্যক্ষ অনুভূতিতে আমার নিজেকে ধন্য মনে হচ্ছে ৷"
মঠ থেকে বেরিয়ে শিবরাজ সিং সাংবাদিকদের বলেন, "শেখ শাহজাহানকে তৃণমূলই বাঁচাচ্ছে ৷" তৃণমূল ও বিজেপির মধ্যে সেটিং তত্ত্ব তিনি খারিজ করে দেন ৷ প্রাক্তন বিজেপি মন্ত্রী পালটা প্রশ্ন করেন, "মহাগঠবন্ধন করল কেন ?"
এদিন বেলুড়ে তাঁর সঙ্গে ছিলেন হাওড়া জেলা বিজেপির নেতৃবৃন্দ ৷ মঠ ও মন্দিরের অতীত ইতিহাস-সহ স্বামী বিবেকানন্দের ভাবাদর্শের বিষয়ে চৌহানকে বিস্তারিত জানান উপস্থিত সন্ন্যাসীরা ৷ এরপর বেলুড় মঠ থেকে বেরিয়ে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেন ৷ যদিও বেলুড় মঠে এই সফরে এসে রাজনীতি প্রসঙ্গে সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করেননি মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান ৷
2023 সালের নভেম্বরে মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন হয় ৷ সেখানে একক সংখ্যাগরিষ্ঠায় জয়ী হয় বিজেপি ৷ গেরুয়া শিবিরের এই জয়ের নেপথ্যে তৎকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের অবদান রয়েছে বলে মনে করে রাজনৈতিক ওয়াকিবহাল মহল ৷ মহিলাদের জন্য তাঁর 'লাডলি বেহেনা' প্রকল্প জনপ্রিয় হয় মধ্যপ্রদেশে ৷ রাজ্যে বিজেপির জয়ের পর মনে করা হয়েছিল তিনিই ফের মুখ্যমন্ত্রী হবেন ৷ তবে বিজেপি তাঁর বদলে মোহন যাদবকে মুখ্যমন্ত্রী করেন ৷
সোমবার কলকাতা থেকে হাওড়াতে যান শিবরাজ চৌহান ৷ এদিন সন্দেশখালি-সহ রাজ্যের দুর্নীতি প্রসঙ্গে তিনি রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করেন ৷ এই বছর লোকসভা নির্বাচনে রাজ্যের সাধারণ মানুষ নরেন্দ্র মোদিকেই সমর্থন করবে ৷ তারা বিজেপিকে সমর্থন করবে বলেও আশা প্রকাশ করেন শিবরাজ চৌহান ৷
আরও পড়ুন:
- মধ্যপ্রদেশে নয়া মুখ্যমন্ত্রী! শিবরাজের 'লাডলি বহেনা'র দায়ভার সামলাবেন মোহন যাদব
- মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের নায়ক 'মামা' শিবরাজই
- পা ধুইয়ে দিয়েছিলেন শিবরাজ, এবার মধ্যপ্রদেশে নিগৃহীত আদিবাসীর জন্য আর্থিক সাহায্য ঘোষণা