পুঞ্চ, 24 ডিসেম্বর: সেনার গাড়ি হঠাৎ পিছলে খাদে পড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে 5 সেনা জওয়ানের ৷ আশঙ্কা, এই সংখ্যা আরও বাড়তে পারে ৷ সরকারি সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যার সময় সেনা জওয়ানদের নিয়ে একটি গাড়ি রাস্তায় পিছলে খাদের মধ্যে পড়ে যায় ৷ ওই খাদের গভীরতা 300-350 ফুট বলে হতে পারে বলে সেনা সূত্রে জানা গিয়েছে ৷ দুর্ঘটনাটি ঘটেছে ঘারোয়া এলাকায় ৷ সেনার গাড়িটি প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে বানোই এলাকায় যাচ্ছিল ৷ এখনও পর্যন্ত 5 সেনার দেহ উদ্ধার হয়েছে ৷
এক পুলিশ আধিকারিক ইটিভি ভারতকে জানান, বালোনিতে এলওসি'র কাছে একটি গভীর খাদে সেনার গাড়ি পড়ে যায় ৷ তিনি বলেন, "গাড়িচালক-সহ 10 জন গুরুতর আহত হয়েছিলেন ৷ ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয় ৷ সেখান থেকে সেনাদের উদ্ধার করে নিকটস্থ আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে ৷ আহত 10 জনের মধ্যে 5 জনেরই মৃত্যু হয়েছে ৷"