পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড, হরিয়ানায় ঝলসে মৃত 8 পুণ্যার্থী - BUS CATCHES FIRE IN HARYANA - BUS CATCHES FIRE IN HARYANA

BUS CATCHES FIRE: গভীর রাতে কুন্ডলি মানেসার পালওয়াল এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী একটি বাসে হঠাৎ আগুন লেগে যায়। দুর্ঘটনায় বাসে থাকা 8 জন যাত্রী জীবন্ত দগ্ধ হয়েছেন বলে খবর ৷ 24 জনেরও বেশি মারাত্মকভাবে জখম হয়ে হাসপাতালে ভর্তি ৷

HARYANA BUS CATCHES FIRE
ঝলসে মৃত 8 (প্রতীকী ছবি)

By ETV Bharat Bangla Team

Published : May 18, 2024, 7:50 AM IST

Updated : May 18, 2024, 10:28 AM IST

নুহ (হরিয়ানা), 18 মে: হরিয়ানার নুহ জেলায় যাত্রীবাহী চলতি বাসে ভয়ানক অগ্নিকাণ্ড। জানা গিয়েছে, শনিবার গভীর রাতে কুন্ডলি মানেসার পালওয়াল এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী একটি বাসে হঠাতই আগুন লেগে যায়। অভিঘাত এতোটাই ভয়াবহ ছিল যে, কিছুক্ষণের মধ্যেই বাসটি পুড়ে ছাই হয়ে যায়। বাসে সওয়ার কমপক্ষে 8 যাত্রীর ঝলসে মৃত্যু হয়েছে, 24 জনেরও বেশি গুরুতরভাবে দগ্ধ হয়েছেন বলে খবর। চিকিৎসার জন্য তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার মৃত এবং আহতরা মূলত চণ্ডীগড় এবং পঞ্জাবের বাসিন্দা বলে জানা গিয়েছে। সকলেই মথুরা ও বৃন্দাবন ঘুরে ফিরছিলেন। শিশু ও মহিলা-সহ বাসে প্রায় 60 জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে। বাসটি নুহ জেলার তাওয়াদু শহরের কাছে কুন্ডলি মানেসার পালওয়াল এক্সপ্রেসওয়েতে পৌঁছলে সেটিতে হঠাৎ আগুন লেগে যায়।

বাসের এক যাত্রী বলেন, "আমরা একটি ট্যুরিস্ট বাস ভাড়া করে বেনারস, মথুরা এবং বৃন্দাবনের উদ্দেশে রওনা দিয়েছিলাম। বাসে মোট 60 জন ছিল। এর মধ্যে মহিলারাও ছিল ৷ আমরা সকলে লুধিয়ানা এবং চণ্ডীগড়ের ৷ বাসের পিছনে আগুন লেগেছিল সম্ভবত।" প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত দেড়টার দিকে চলন্ত বাসে আগুন লাগার বিষয়টি লক্ষ্য করেন তারা। বাসের পিছন থেকে লেলিহান আগুনের শিখা বের হচ্ছিল। গ্রামবাসীরাই চিৎকার করে বাসচালককে বাস থামাতে বললেও বাসের চালক তা শোনেনি ৷ এরপর এক যুবক বাইকে করে বাসটিকে ধাওয়া করে সেটিকে থামায়।

গ্রামবাসীরাই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ করে ৷ বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করারও চেষ্টা করে স্থানীয়রা ৷ এরপর গ্রামবাসীরাই পুলিশ ও দমকলকে খবর দেয়। দমকল আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে অনেক দেরি যায়। অ্যাম্বুলেন্সে করে দগ্ধ যাত্রীদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার নরেন্দ্র বিজারানিয়া ঘটনাস্থলে পৌঁছন। নরেন্দ্র বিজারানিয়া জানিয়েছেন, দুর্ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে। আহত প্রায় 24 জন। সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ ৷

আরও পড়ুন:

  1. ভয়াবহ দুর্ঘটনা! ভস্ম বিসর্জনে গিয়ে ট্রাকের ধাক্কায় মৃত একই পরিবারের 3 সদস্য
  2. যাত্রীবাহী বাসের সঙ্গে লরির ধাক্কা, মৃত 6 ও আহত 20
Last Updated : May 18, 2024, 10:28 AM IST

ABOUT THE AUTHOR

...view details