নুহ (হরিয়ানা), 18 মে: হরিয়ানার নুহ জেলায় যাত্রীবাহী চলতি বাসে ভয়ানক অগ্নিকাণ্ড। জানা গিয়েছে, শনিবার গভীর রাতে কুন্ডলি মানেসার পালওয়াল এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী একটি বাসে হঠাতই আগুন লেগে যায়। অভিঘাত এতোটাই ভয়াবহ ছিল যে, কিছুক্ষণের মধ্যেই বাসটি পুড়ে ছাই হয়ে যায়। বাসে সওয়ার কমপক্ষে 8 যাত্রীর ঝলসে মৃত্যু হয়েছে, 24 জনেরও বেশি গুরুতরভাবে দগ্ধ হয়েছেন বলে খবর। চিকিৎসার জন্য তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার মৃত এবং আহতরা মূলত চণ্ডীগড় এবং পঞ্জাবের বাসিন্দা বলে জানা গিয়েছে। সকলেই মথুরা ও বৃন্দাবন ঘুরে ফিরছিলেন। শিশু ও মহিলা-সহ বাসে প্রায় 60 জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে। বাসটি নুহ জেলার তাওয়াদু শহরের কাছে কুন্ডলি মানেসার পালওয়াল এক্সপ্রেসওয়েতে পৌঁছলে সেটিতে হঠাৎ আগুন লেগে যায়।
বাসের এক যাত্রী বলেন, "আমরা একটি ট্যুরিস্ট বাস ভাড়া করে বেনারস, মথুরা এবং বৃন্দাবনের উদ্দেশে রওনা দিয়েছিলাম। বাসে মোট 60 জন ছিল। এর মধ্যে মহিলারাও ছিল ৷ আমরা সকলে লুধিয়ানা এবং চণ্ডীগড়ের ৷ বাসের পিছনে আগুন লেগেছিল সম্ভবত।" প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত দেড়টার দিকে চলন্ত বাসে আগুন লাগার বিষয়টি লক্ষ্য করেন তারা। বাসের পিছন থেকে লেলিহান আগুনের শিখা বের হচ্ছিল। গ্রামবাসীরাই চিৎকার করে বাসচালককে বাস থামাতে বললেও বাসের চালক তা শোনেনি ৷ এরপর এক যুবক বাইকে করে বাসটিকে ধাওয়া করে সেটিকে থামায়।