উটি, 7 ফেব্রুয়ারি:তামিলনাড়ুর নীলগিরি জেলার উটি লাভডেল এলাকায় মর্মান্তির দুর্ঘটনা ৷ বাড়ি নির্মাণের সময় আচমকা ভূমিধসে মৃত্যু হল 6 শ্রমিকের ৷ মৃতেরা সকলেই মহিলা ৷ গুরুতর আহত আরও দুই মহিলা শ্রমিককে উটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ খবর পাওয়া যাচ্ছে, এখনও এক কিংবা একাধিক শ্রমিক ওই ধ্বংসস্তূপের নীচে আরও কয়েকজনের আটকে থাকার সম্ভাবনা রয়েছে ৷ তাঁদের উদ্ধারের জন্য় জেসিবির সাহায্য নেওয়া হচ্ছে ৷ এখনও পর্যন্ত 4 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে ৷
খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছেন। স্থানীয় খবর অনুসারে, বিজলান নীলগিরি জেলার উটির কাছে গান্ধিনগরে একটি বাড়ি তৈরি করছিলেন তাঁরা। তখনই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা ৷ নিহতেরা হলেন-মুথুলক্ষ্মী (36), সঙ্গীতা (30), প্রিভিলেজ (36), ঊমা (35), সাকিলা (30), রাধা (38) ৷ অন্যদিকে স্থানীয় হাসপাতালে চিকিৎসারত রয়েছেন মহেশ (23), শান্তি (45), জয়ন্তী (56), থমাস (24) ৷