পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পঞ্জাবে বিষমদ পান করে মৃত 4, হাসপাতালে ভরতি 2 - Hooch Tragedy in Punjab

Hooch Tragedy in Punjab: পঞ্জাবে বিষমদ খেয়ে মৃত্যু হল 4 জনের ৷ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আরও 2 জন ৷

ETV Bharat
পঞ্জাবে বিষমদ খেয়ে মৃত্যু

By ETV Bharat Bangla Team

Published : Mar 20, 2024, 11:31 AM IST

দিবরা (পঞ্জাব), 20 মার্চ: বিষমদ খেয়ে মৃত্যু হল 4 জনের ৷ ঘটনাটি ঘটেছে পঞ্জাবের দিরবায় ৷ এখানেই আবার অর্থমন্ত্রী হরপাল চিমার বিধানসভা কেন্দ্র ৷ দিরবা থানা এলাকার গুজারস গ্রামে বিষ মদ খেয়ে মৃত্যু হয়েছে ৷ এরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷

সূত্রের খবর অনুযায়ী, ভোলা সিং (50), নির্মল সিং (42), প্রাট সিং (42) এবং জগজিৎ সিং (30) ৷ এই চারজন বিষ মদ খেয়ে প্রাণ হারিয়েছেন ৷ ঘটনাস্থলে পৌঁছেছে দিরবা থানার পুলিশ ৷ তদন্ত শুরু হয়েছে ৷ পুলিশ ওই দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ এর আগে তার্ন তরনে বিষমদ খেয়েই অনেক মানুষের মৃত্যু হয়েছিল ৷

দিরবা এলাকায় বিষ মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বহু ৷ তাদের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তবে তাঁরা কিছু বলার মতো অবস্থায় নেই ৷ তবে তাঁদের আত্মীয়রা জানিয়েছেন, ওই বিষ মদ খেয়েই তাঁরা অসুস্থ হয়ে পড়েন ৷

আরও পড়ুন: বিহারে ফের বিষ মদ কাণ্ড, মৃত 6

ABOUT THE AUTHOR

...view details