শেওপুর (মধ্যপ্রদেশ), 2 জুন: ঝড়ে নদীতে নৌকা উলটে মর্মান্তিক দুর্ঘটনা মধ্যপ্রদেশে ৷ এই দুর্ঘটনায় তিন শিশু-সহ 7 জনের মৃত্যু হয়েছে । দুর্ঘটনাটি ঘটেছে শেওপুর জেলার মানপুর থানার সারোদা গ্রামে । একটি নৌকায় করে 11 জন পুণ্যার্থী সীপ নদী পার হচ্ছিলেন । মাঝ নদীতে প্রবল ঝড়ের কারণে নৌকাটি ভারসাম্য হারিয়ে উলটে যায় । সাঁতার কেটে প্রাণ বাঁচান এক মহিলা-সহ চারজন । এরা সবাই নানাভাত ও বিজারপুরের বাসিন্দা ৷
অন্যদিকে মুখ্যমন্ত্রী মোহন যাদব এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন । তিনি তার 'এক্স' হ্যান্ডেলে লিখেছেন, "শেওপুরের সীপ নদীতে নৌকাডুবির ঘটনায় বহু মূল্যবান প্রাণের অকাল মৃত্যুতে আমি অত্যন্ত ব্যথিত । দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছন কালেক্টর ও এসপি । এসডিআরএফ টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে ৷ কিন্তু দুর্ভাগ্যবশত 7 জনকে বাঁচানো যায়নি । এই শোকের মুহুর্তে আমাদের সমবেদনা শোকাহত পরিবারের সঙ্গে রয়েছে । নিহতদের পরিবারকে 8 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার ।"