ETV Bharat / bharat

লেজ ধরে চিতাবাঘকে খাঁচায় ভরল আনন্দ ! দেখুন ভিডিয়ো - MAN CATCHES LEOPARD BY ITS TAIL

লেজ ধরে পাকড়াও চিতাবাঘ ৷ বন বিভাগের খাঁচায় চিতাবাঘকে ভরে দিয়ে সাহসিকতার পরিচয় দিল আনন্দ ৷

Leopard Video
চিতাবাঘের লেজ ধরেছেন আনন্দ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 17 hours ago

তুমাকুরু (কর্ণাটক), 8 জানুয়ারি: বেশ কয়েকদিন ধরে লোকালয়ে ঘোরাফেরা করছিল একটি চিতাবাঘ ৷ গ্রামবাসীদের সহায়তায় অবশেষে বন্য জন্তুকে আটক করল বন বিভাগ ৷ তবে ভাইরাল হয়েছে চিতাবাঘটিকে ধরার মুহূর্ত ৷

লেজ ধরে টেনে চিতাবাঘটিকে আটক করতে সাহায্য করলেন এক গ্রামবাসী ৷ সেই মুহূর্তের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে চারিদিকে ৷ যা দেখে সকলে বলছেন সাবাশ ! সোমবার ঘটনাটি ঘটেছে কর্ণাটকের তুমাকুরু জেলার তিপাতুর তালুকের কেরেগোড়ি রাঙাপুর গ্রামে ৷

লেজ ধরে চিতাবাঘকে খাঁচায় ভরল আনন্দ (ইটিভি ভারত)

পাঁচ বছর বয়সি চিতাবাঘটিকে খাঁচা বন্দি করতে তৎপর হয়েছিল বন বিভাগ ৷ কয়েকদিন আগে রাঙাপুর গ্রামে পুরলেহাল্লি রোডের কুমারান্নার খামারে এটিকে দেখা গিয়েছিল ৷ তাতেই আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা ৷ খবর দেওয়া হয় বন বিভাগে ৷ এরপর চিতাবাঘটিকে ধরার জন্য বনকর্মীদের পাঠানো হয় ৷ তুমাকুরুর ডেপুটি বন সংরক্ষক অনুপমার নির্দেশনায় বন বিভাগের দলটির নেতৃত্বে ছিলেন সহকারী বন সংরক্ষক ভারত, জোনাল ফরেস্ট অফিসার কেএল মধু এবং ডেপুটি ফরেস্ট অফিসার প্রদীপ ।

কিন্তু চিতাবাঘটিকে ধরতে গেলে ভিড় দেখে এটি পালানোর চেষ্টা করে ৷ সেই সময় তেতাল্লিশ বছর বয়সি আনন্দ নামক এক ব্যক্তি সাহসিকতার সঙ্গে চিতাবাঘের লেজটিকে ধরে ফেলে এবং বন্য জন্তুটিকে বন বিভাগের পাতা ফাঁদে টেনে নিয়ে যায় ৷ এরপর সেটিকে নিরাপদস্থানে ছেড়ে দেয় বন বিভাগ ৷

অজয় কুমার নামে এক নেটিজেন, এক্স-এ ঘটনার ভিডিয়ো শেয়ার করেছেন ৷ ক্যাপশনে তিনি লিখেছেন "প্রকৃতপক্ষে, কর্ণাটকে একটি চিতাবাঘের ফিল্মি ক্যাপচার ।"

তুমাকুরু (কর্ণাটক), 8 জানুয়ারি: বেশ কয়েকদিন ধরে লোকালয়ে ঘোরাফেরা করছিল একটি চিতাবাঘ ৷ গ্রামবাসীদের সহায়তায় অবশেষে বন্য জন্তুকে আটক করল বন বিভাগ ৷ তবে ভাইরাল হয়েছে চিতাবাঘটিকে ধরার মুহূর্ত ৷

লেজ ধরে টেনে চিতাবাঘটিকে আটক করতে সাহায্য করলেন এক গ্রামবাসী ৷ সেই মুহূর্তের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে চারিদিকে ৷ যা দেখে সকলে বলছেন সাবাশ ! সোমবার ঘটনাটি ঘটেছে কর্ণাটকের তুমাকুরু জেলার তিপাতুর তালুকের কেরেগোড়ি রাঙাপুর গ্রামে ৷

লেজ ধরে চিতাবাঘকে খাঁচায় ভরল আনন্দ (ইটিভি ভারত)

পাঁচ বছর বয়সি চিতাবাঘটিকে খাঁচা বন্দি করতে তৎপর হয়েছিল বন বিভাগ ৷ কয়েকদিন আগে রাঙাপুর গ্রামে পুরলেহাল্লি রোডের কুমারান্নার খামারে এটিকে দেখা গিয়েছিল ৷ তাতেই আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা ৷ খবর দেওয়া হয় বন বিভাগে ৷ এরপর চিতাবাঘটিকে ধরার জন্য বনকর্মীদের পাঠানো হয় ৷ তুমাকুরুর ডেপুটি বন সংরক্ষক অনুপমার নির্দেশনায় বন বিভাগের দলটির নেতৃত্বে ছিলেন সহকারী বন সংরক্ষক ভারত, জোনাল ফরেস্ট অফিসার কেএল মধু এবং ডেপুটি ফরেস্ট অফিসার প্রদীপ ।

কিন্তু চিতাবাঘটিকে ধরতে গেলে ভিড় দেখে এটি পালানোর চেষ্টা করে ৷ সেই সময় তেতাল্লিশ বছর বয়সি আনন্দ নামক এক ব্যক্তি সাহসিকতার সঙ্গে চিতাবাঘের লেজটিকে ধরে ফেলে এবং বন্য জন্তুটিকে বন বিভাগের পাতা ফাঁদে টেনে নিয়ে যায় ৷ এরপর সেটিকে নিরাপদস্থানে ছেড়ে দেয় বন বিভাগ ৷

অজয় কুমার নামে এক নেটিজেন, এক্স-এ ঘটনার ভিডিয়ো শেয়ার করেছেন ৷ ক্যাপশনে তিনি লিখেছেন "প্রকৃতপক্ষে, কর্ণাটকে একটি চিতাবাঘের ফিল্মি ক্যাপচার ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.