ETV Bharat / bharat

ট্রায়াল রানে সাফল্য! কবে রেল পথে যুক্ত হবে কাশ্মীর ? - KATRA TO BANIHAL SPEED TRIAL

জম্মু-কাশ্মীরের কাটরা থেকে বানিহাল পর্যন্ত ট্রায়াল রান সফল হয়েছে বলে জানা গিয়েছে রেল সূত্রে ৷ এবার কাশ্মীরের সঙ্গে রেলপথে জুড়বে দেশের বাকি অংশ ৷

Jammu and Kashmir's Katra to Banihal speed trial run
কাটরা থেকে বানিহাল পর্যন্ত স্পিড ট্রায়াল পরীক্ষা সফল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 15 hours ago

বানিহাল (জম্মু), 8 জানুয়ারি: ভারতীয় রেলের ইতিহাসে নয়া অধ্যায়ের সূচনা ৷ কাশ্মীরের সঙ্গে দেশের বাকি অংশের দূরত্ব ঘুচতে চলেছে ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের কাটরা থেকে বানিহাল পর্যন্ত ট্রেন চলাচলের জন্য দরকারি স্পিড ট্রায়াল পরীক্ষা সফল হয়েছে ৷ মঙ্গলবারের পর বুধবারও এই ট্রায়াল রান হয়।

রেলওয়ে সেফটি'র (সিআরএস) নর্দান সার্কলের কমিশনার দীনেশ চাঁদ দেশওয়াল কাশ্মীর থেকে দেশের বাকি অংশের মধ্যে রেল যোগাযোগ স্থাপনে সদর্থক ইঙ্গিত দিয়েছেন ৷ পরীক্ষামূলক ট্রেন চলাচলের পর বানিহাল দেশওয়াল সাংবাদিকদের জানান, তাঁর দলটি এবার কাটরা ফিরে যাবে ৷ কাশ্মীর থেকে দেশের বাকি অংশের ট্রেন সংযোগ স্থাপন করা যাবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার আগে কাটরা থেকে পাওয়া ডেটা বিশ্লেষণ করে দেখা হবে ৷

তিনি বলেন, "কাটরা থেকে বানিহাল পর্যন্ত রাস্তাটা ভৌগোলিক দিক দিয়ে চ্যালেঞ্জিং ৷ সেই জায়গায় প্রতি ঘণ্টায় 110 কিমি বেগে 180 ডিগ্রি রাইজিং গ্রেড পরীক্ষা সফল হয়েছে ৷ ভারতীয় রেলওয়েতে একটা নতুন ইতিহাস লেখা হল ৷ ট্রায়াল রানে কোনও বিপত্তির সৃষ্টি হয়নি ৷ আমরা সন্তুষ্ট ৷ এর কৃতিত্ব আমাদের ইঞ্জিনিয়ারদের । তাঁরা এই দুর্দান্ত কাজটি করেছেন ৷" এই ট্রায়াল রানের ভিডিয়ো পোস্ট করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷

এদিন সকাল 10.30 টা নাগাদ কাটরা থেকে ট্রায়াল রান শুরু হয় ৷ ট্রেনটির কাটরা থেকে বানিহাল স্টেশনে পৌঁছতে দেড় ঘণ্টা সময় লাগে ৷ আবার ফিরতি পথে বানিহাল থেকে ট্রেন ছাড়ে দুপুর 2টো নাগাদ এবং কাটরায় পৌঁছয় বেলা 3.30 টের সময় ৷ রেল ট্র্যাকে এটাই ছিল চূড়ান্ত স্পিড ট্রায়াল ৷ এর আগে মঙ্গলবারও ট্রায়াল হয়েছে।

সদ্য সমাপ্ত রেলওয়ে লাইনের দু'দিনের বিধিবদ্ধ সতর্কীকরণ পরীক্ষা-নিরীক্ষা সম্পূর্ণ করতে দেশওয়াল কাটরা পৌঁছন ৷ সেখান থেকে তিনি জানান, এই দু'দিনের বিধিবদ্ধ পরিদর্শন সম্পূর্ণ হওয়ার পর প্রাপ্ত ডেটা বিশ্লেষণ করে তা কেন্দ্রীয় সরকারকে পাঠানো হবে ৷ রেল মন্ত্রকই সিদ্ধান্ত নেবে কাশ্মীরের থেকে বাকি দেশে ট্রেন চলাচল কখন, কীভাবে শুরু হবে ৷

তিনি বলেন, " ট্রেন কবে থেকে চলবে সে বিষয়ে আমি কিছু বলতে পারি না ৷ বিধিবদ্ধ সতর্কীকরণ পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য নর্দান রেলওয়েল নির্দেশিকা মেনে বিশ্লেষণ করা হবে ৷" সবমিলিয়ে এই পরীক্ষা সন্তোষজনক বলে দাবি করে তিনি বলেন, "আমাদের পরিকাঠামো দুর্দান্ত এবং আমাদের রিপোর্টের ভিত্তিতে খুব শীঘ্রই একটা ভালো কিছু সিদ্ধান্ত নেওয়া হবে ৷"

বানিহাল (জম্মু), 8 জানুয়ারি: ভারতীয় রেলের ইতিহাসে নয়া অধ্যায়ের সূচনা ৷ কাশ্মীরের সঙ্গে দেশের বাকি অংশের দূরত্ব ঘুচতে চলেছে ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের কাটরা থেকে বানিহাল পর্যন্ত ট্রেন চলাচলের জন্য দরকারি স্পিড ট্রায়াল পরীক্ষা সফল হয়েছে ৷ মঙ্গলবারের পর বুধবারও এই ট্রায়াল রান হয়।

রেলওয়ে সেফটি'র (সিআরএস) নর্দান সার্কলের কমিশনার দীনেশ চাঁদ দেশওয়াল কাশ্মীর থেকে দেশের বাকি অংশের মধ্যে রেল যোগাযোগ স্থাপনে সদর্থক ইঙ্গিত দিয়েছেন ৷ পরীক্ষামূলক ট্রেন চলাচলের পর বানিহাল দেশওয়াল সাংবাদিকদের জানান, তাঁর দলটি এবার কাটরা ফিরে যাবে ৷ কাশ্মীর থেকে দেশের বাকি অংশের ট্রেন সংযোগ স্থাপন করা যাবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার আগে কাটরা থেকে পাওয়া ডেটা বিশ্লেষণ করে দেখা হবে ৷

তিনি বলেন, "কাটরা থেকে বানিহাল পর্যন্ত রাস্তাটা ভৌগোলিক দিক দিয়ে চ্যালেঞ্জিং ৷ সেই জায়গায় প্রতি ঘণ্টায় 110 কিমি বেগে 180 ডিগ্রি রাইজিং গ্রেড পরীক্ষা সফল হয়েছে ৷ ভারতীয় রেলওয়েতে একটা নতুন ইতিহাস লেখা হল ৷ ট্রায়াল রানে কোনও বিপত্তির সৃষ্টি হয়নি ৷ আমরা সন্তুষ্ট ৷ এর কৃতিত্ব আমাদের ইঞ্জিনিয়ারদের । তাঁরা এই দুর্দান্ত কাজটি করেছেন ৷" এই ট্রায়াল রানের ভিডিয়ো পোস্ট করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷

এদিন সকাল 10.30 টা নাগাদ কাটরা থেকে ট্রায়াল রান শুরু হয় ৷ ট্রেনটির কাটরা থেকে বানিহাল স্টেশনে পৌঁছতে দেড় ঘণ্টা সময় লাগে ৷ আবার ফিরতি পথে বানিহাল থেকে ট্রেন ছাড়ে দুপুর 2টো নাগাদ এবং কাটরায় পৌঁছয় বেলা 3.30 টের সময় ৷ রেল ট্র্যাকে এটাই ছিল চূড়ান্ত স্পিড ট্রায়াল ৷ এর আগে মঙ্গলবারও ট্রায়াল হয়েছে।

সদ্য সমাপ্ত রেলওয়ে লাইনের দু'দিনের বিধিবদ্ধ সতর্কীকরণ পরীক্ষা-নিরীক্ষা সম্পূর্ণ করতে দেশওয়াল কাটরা পৌঁছন ৷ সেখান থেকে তিনি জানান, এই দু'দিনের বিধিবদ্ধ পরিদর্শন সম্পূর্ণ হওয়ার পর প্রাপ্ত ডেটা বিশ্লেষণ করে তা কেন্দ্রীয় সরকারকে পাঠানো হবে ৷ রেল মন্ত্রকই সিদ্ধান্ত নেবে কাশ্মীরের থেকে বাকি দেশে ট্রেন চলাচল কখন, কীভাবে শুরু হবে ৷

তিনি বলেন, " ট্রেন কবে থেকে চলবে সে বিষয়ে আমি কিছু বলতে পারি না ৷ বিধিবদ্ধ সতর্কীকরণ পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য নর্দান রেলওয়েল নির্দেশিকা মেনে বিশ্লেষণ করা হবে ৷" সবমিলিয়ে এই পরীক্ষা সন্তোষজনক বলে দাবি করে তিনি বলেন, "আমাদের পরিকাঠামো দুর্দান্ত এবং আমাদের রিপোর্টের ভিত্তিতে খুব শীঘ্রই একটা ভালো কিছু সিদ্ধান্ত নেওয়া হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.