জালনা(মহারাষ্ট্র), 29 জুন: মহারাষ্ট্রে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় প্রাণ কাড়ল 7 জনের ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে মহারাষ্ট্রের জালনা জেলার কাদওয়াঞ্চি গ্রামের কাছে সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে ৷ এই দুর্ঘটনায় কমপক্ষে 5 জন আহত হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ সেখানে আহতদের চিকিৎসা চলছে ৷
সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে দুটি গাড়ির সংঘর্ষ, প্রাণ কাড়ল 7 জনের - Car Crash on Samruddhi Expressway - CAR CRASH ON SAMRUDDHI EXPRESSWAY
Two vehicles collide on Samruddhi Expressway: রাতের অন্ধকারে সংঘর্ষে সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে থেকে নীচে পড়ল দুটি গাড়ি ৷ এই ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত অবস্থায় 5 জনের হাসপাতালে চিকিৎসা চলছে ৷ হাইওয়ের নিরাপত্তা আর একবার প্রশ্ন চিহ্নের মুখে ৷
Published : Jun 29, 2024, 1:19 PM IST
জানা গিয়েছে, রাত 11টার দিকে নাগপুর থেকে মুম্বইগামী একটি ইর্টিগা গাড়ি ডিজেল ভর্তি করে ভুল দিক থেকে আসছিল ৷ এর জেরে উলটো দিক থেকে আসা একটি সুইফ্ট ডিজায়ার গাড়িতে গিয়ে সেটি ধাক্কা মারে ৷ তার ফলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে । এই সংঘর্ষের ফলে দুটি গাড়িই সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের ব্যারিকেড ভেঙে নীচে পড়ে যায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে এবং জালনা তালুকের পুলিশ ৷ তবে রাতের অন্ধকারে ঘটনাটি ঘটায় উদ্ধার কাজে বেগ পেতে হয় পুলিশ আধিকারিকদের ৷ ক্রেন ব্যবহার করে নীচ থেকে উভয় গাড়িকে উপরে তোলা হয় ৷
তবে ঘটনাস্থলেই গাড়িতে থাকা সাত জনের মৃত্যু হয় ৷ পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে ৷ বাকি পাঁচজন গুরুতর আহততে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে । মৃত ব্যক্তিদের পরিচয় এখনও জানা যায়নি ৷ পুলিশ তাঁদের পরিচয় জানার চেষ্টা করছে ৷ পাশাপাশি এই ঘটনার পর সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ৷ রাতের অন্ধকারে এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে সেখানে ৷ পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ৷ সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের আশেপাশে লাগানো সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ ৷ একই সঙ্গে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷