পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভয়াবহ দুর্ঘটনা ! নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, মৃত 36 জনের বেশি - UTTARAKHAND BUS ACCIDENT

উত্তরাখণ্ডে দুর্ঘটনা ৷ প্রায় 40 জন যাত্রী নিয়ে গভীর খাদে গড়িয়ে গেল বাস ৷ 36 জন যাত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন ৷

Uttarakhand Bus Accident
উত্তরাখণ্ডের আলমোড়ায় খাদে পড়ল বাস (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 4, 2024, 10:25 AM IST

Updated : Nov 4, 2024, 11:24 AM IST

আলমোড়া, 4 নভেম্বর: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস ৷ এই ঘটনায় 36 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন ৷ সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের আলমোড়ায় ৷ সেখানে সল্ট তহসিলের মারকুলার কুপি গ্রামের কাছে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় । বাসটিতে 40 জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে ৷ মৃতদের পরিবারপিছু 4 লক্ষ টাকা ও আহতদের প্রত্যেককে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি । এছাড়াও কমিশনার কুমায়ুন ডিভিশনকে এই ঘটনার ম্যাজিস্ট্রিয়াল তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে ।

দুর্ঘটনাগ্রস্ত বাসটি গাড়ওয়াল মোটর ওনার্স ইউনিয়ন লিমিটেডের । দুর্ঘটনার খবর পেয়ে আশপাশের লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে ৷ আহতদের অ্যাম্বুল্যান্সের সাহায্যে রামনগর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে । গুরুতর আহত দু'জনকে রামনগর হাসপাতাল থেকে ঋষিকেশ এইমস-এ নিয়ে যাওয়া হয়েছে । এই ঘটনায় আলমোড়া জেলা বিপর্যয় মোকাবিলা আধিকারিক বিনীত পাল জানান যে,বাসটি গোলিখাল থেকে রামনগরে যাত্রী নিয়ে যাচ্ছিল । সকাল সাড়ে 8টার দিকে কুপি এলাকায় বাসটি গভীর খাদে পড়ে যায় ।

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস (ইটিভি ভারত)

মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আলমোড়া সল্ট বাস দুর্ঘটনার বিষয়ে সচিব দুর্যোগ ব্যবস্থাপনা, কমিশনার এবং ডিএম আলমোড়ার সঙ্গে ফোনে কথা বলেছেন । এছাড়াও, ঘটনার খবর নেওয়ার পরে, মুখ্যমন্ত্রী উদ্ধার ও ত্রাণ কাজ ত্বরান্বিত করতে আহতেদর এয়ারলিফট করার নির্দেশ দেন । এসডিআরএফ এবং এনডিআরএফ উদ্ধারকার্যে সাহায্য করে ।

দুর্ঘটনায় শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এক্স পোস্টে লিখেছেন, "আলমোড়া জেলার মার্চুলায় দুর্ভাগ্যজনক বাস দুর্ঘটনায় হতাহতের বিষয়ে অত্যন্ত দুঃখজনক খবর পাওয়া গিয়েছে । জেলা প্রশাসনকে দ্রুত ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে । স্থানীয় প্রশাসন ও এসডিআরএফ-এর দল আহতদের উদ্ধার ও চিকিৎসার জন্য ঘটনাস্থলে পৌঁছেছে ।"

দীপাবলির উৎসব উদযাপন করতে সকলেই নিজ নিজ গ্রামে গিয়েছিলেন ৷ সেই ছুটির পর সোমবারে সকলেই নিজ গন্তব্যে ফিরছেন ৷ স্বাভাবিকভাবেই পাহাড়ের রাস্তায় ভিড় বেশি ৷ ট্যাক্সি ও যাত্রীবাহী বাসে ঠাসা সংকীর্ণ পাহাড়ি রাস্তা ৷ তার মাঝে এই দুর্ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা ৷

এর আগে আলমোড়ায় দুর্ঘটনার শিকার টেম্পো ট্রাভেলার: কয়েকদিন আগে অর্থাৎ 26 অক্টোবর, দিল্লি থেকে জাগেশ্বর মন্দিরে যাওয়া পর্যটকদের একটি টেম্পো ট্রাভেলার আলমোড়া জেলার কালিধরের কাছে দুর্ঘটনার কবলে পড়েছিল । টেম্পোয় থাকা 21 জনের মধ্যে 17 জন যাত্রী আহত হয় ৷

Last Updated : Nov 4, 2024, 11:24 AM IST

ABOUT THE AUTHOR

...view details