আলমোড়া, 4 নভেম্বর: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস ৷ এই ঘটনায় 36 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন ৷ সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের আলমোড়ায় ৷ সেখানে সল্ট তহসিলের মারকুলার কুপি গ্রামের কাছে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় । বাসটিতে 40 জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে ৷ মৃতদের পরিবারপিছু 4 লক্ষ টাকা ও আহতদের প্রত্যেককে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি । এছাড়াও কমিশনার কুমায়ুন ডিভিশনকে এই ঘটনার ম্যাজিস্ট্রিয়াল তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে ।
দুর্ঘটনাগ্রস্ত বাসটি গাড়ওয়াল মোটর ওনার্স ইউনিয়ন লিমিটেডের । দুর্ঘটনার খবর পেয়ে আশপাশের লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে ৷ আহতদের অ্যাম্বুল্যান্সের সাহায্যে রামনগর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে । গুরুতর আহত দু'জনকে রামনগর হাসপাতাল থেকে ঋষিকেশ এইমস-এ নিয়ে যাওয়া হয়েছে । এই ঘটনায় আলমোড়া জেলা বিপর্যয় মোকাবিলা আধিকারিক বিনীত পাল জানান যে,বাসটি গোলিখাল থেকে রামনগরে যাত্রী নিয়ে যাচ্ছিল । সকাল সাড়ে 8টার দিকে কুপি এলাকায় বাসটি গভীর খাদে পড়ে যায় ।
মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আলমোড়া সল্ট বাস দুর্ঘটনার বিষয়ে সচিব দুর্যোগ ব্যবস্থাপনা, কমিশনার এবং ডিএম আলমোড়ার সঙ্গে ফোনে কথা বলেছেন । এছাড়াও, ঘটনার খবর নেওয়ার পরে, মুখ্যমন্ত্রী উদ্ধার ও ত্রাণ কাজ ত্বরান্বিত করতে আহতেদর এয়ারলিফট করার নির্দেশ দেন । এসডিআরএফ এবং এনডিআরএফ উদ্ধারকার্যে সাহায্য করে ।