পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভুয়ো আধার নিয়ে ঢুকতে গিয়ে গ্রেফতার 3, ফের প্রশ্নের মুখে সংসদের নিরাপত্তা - Breach in Parliament Security

Breach in Parliament Security: ফের সংসদ ভবনের নিরাপত্তায় গাফিলতির ঘটনা প্রকাশ্যে ৷ ভুয়ো আধার কার্ড দেখিয়ে সংসদে প্রবেশ করতে গিয়ে সিআইএসএফ-এর হাতে ধরা পড়ল তিন সন্দেহভাজন ৷ তিনজনকে গ্রেফতার করা হয়েছে ৷ জানা গিয়েছে, ওই তিনজনই উত্তরপ্রদেশের বাসিন্দা ৷

Breach in Parliament Security
সংসদ ভবন (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 7, 2024, 12:39 PM IST

নয়াদিল্লি, 7 জুন:তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথগ্রহণ এখন সময়ের অপেক্ষা ৷ আর তারই মাঝে ফের সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল ৷ ভুয়ো আধারকার্ড দেখিয়ে সংসদ ভবনে প্রবেশ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেল তিন সন্দেহভাজন ৷ এই ঘটনায় 3 শ্রমিককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। জানা গিয়েছে, তিনজন শ্রমিকই একই আধার কার্ড ব্যবহার করে সংসদ ভবনে প্রবেশ করেছিল । তখনই তারা ধরা পড়ে ৷

সূত্রের খবর, গত 4 জুন সংসদ ভবনের আইজি-3 নম্বর গেট দিয়ে প্রবেশের সময় তারা ধরা পড়ে ৷ অভিযুক্ত তিনজন উত্তরপ্রদেশের বাসিন্দা ৷ নাম কাসিম, মোনিস এবং শোয়েব । ওই তিনজন সংসদ চত্বরে একটি নির্মাণকাজের সঙ্গে যুক্ত । মূলত নির্মাণশ্রমিক হিসাবে কাজ করত তারা। তাদের বিরুদ্ধে প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক অভিযোগে মামলা রুজু করা হয়েছে । কী কারণে ওই তিনজন সংসদ ভবনে ঢোকার চেষ্টা করছিল, তাও তদন্ত করে দেখা হচ্ছে ।

মোনিস ও কাসিম ব্যক্তিগত ছবির সঙ্গে একই আধার কার্ডের নম্বর দেখায়, তখনই ধরা পড়ে যায় তারা ৷ তিনজন শ্রমিককেই ডিভি প্রজেক্টস কোম্পানি নিয়োগ করেছিল । এই শ্রমিকরা সাংসদদের বিশ্রামের জন্য একটি প্রতীক্ষালয় বানাচ্ছিল ৷ সূত্রের খবর, ওই তিন ব্যক্তিকে সংসদ ভবনের প্রবেশদ্বারে নিরাপত্তা এবং পরিচয়পত্র পরীক্ষা করার সময় সিআইএসএফ কর্মীরা হেফাজতে নেয় । বর্তমানে তিনজনকেই জিজ্ঞাসাবাদ করছে দিল্লি পুলিশ ।

প্রসঙ্গত, গতবছর ডিসেম্বরে লোকসভায় ঢুকে দর্শক আসন থেকে ফ্লোরে ঝাঁপ দিয়েছিলেন সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি নামে দুই যুবক । তাঁরা ছুড়েছিলেন রং বোমা । সেই ঘটনায় সংসদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছিল ।

ABOUT THE AUTHOR

...view details