বেঙ্গালুরু, 26 জানুয়ারি: শুক্রবার মানেকশ গ্রাউন্ডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ চলাকালীন নিরাপত্তায় বড়সড় ত্রুটি দেখা যায় ৷ এদিনই কুচকাওয়াজ চলাকালীন এক ব্যক্তি আচমকাই মাঠে ঢুকে যায় ৷ শুধু তাই নয়, রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে গ্যালারিতে বসে থাকা মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে লক্ষ্য করে প্যামফলেট নিক্ষেপ করার চেষ্টা করে বলে জানা গিয়েছে। পুলিশ ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়েছে।
জানা গিয়েছে, লোকটি মাঠে ঢুকে আচমকাই তার পকেট থেকে একটি প্যামফলেট বের করে মুখ্যমন্ত্রীর গ্যালারির দিকে ছুড়ে দেয় ৷ পুলিশ জানিয়েছে, ভিআইপি গ্যালারির দিকে হাঁটতে দেখে ঘটনাস্থলে মোতায়েন পুলিশ সদস্যরা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির নাম পরশুরাম ৷ মহীশূরের বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, পরশুরাম প্রাথমিকভাবে দর্শক গ্যালারিতে বসে ছিলেন। প্যারেডের মাঝখানে হঠাৎ সে মাঠে ঢুকে যায় ৷ জানা গিয়েছে, লোকটি হতাশ হয়ে পড়েছিল ৷ কারণ হিসাবে জানা গিয়েছে, তার জামাই কেপিএসসি পরীক্ষায় বসেছিল ৷ তার ফলাফল এখনও প্রকাশিত হয়নি। তিনি ফলাফল ঘোষণা করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে এসেছিল বলেও জানিয়েছে পুলিশ ৷