জামুই, 11 মার্চ: দেখে কে বলবে এটা স্কুলের শ্রেণিকক্ষ ৷ খাট, আলমারি, রান্নার গ্যাস - কী নেই এখানে ! ক্লাসরুমকে পুরোদস্তুর বেডরুম বানিয়ে ফেলেছেন স্কুলের প্রধান শিক্ষক ৷ ফলে স্কুলের বাকি মাত্র দুটো ঘরেই কোনওক্রমে পাঠদান করা হচ্ছে 134 জন পড়ুয়াকে ৷ বিহারের জামুইয়ের এই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসায় শুরু হয়েছে তদন্ত ৷
জামুই জেলার খয়রা ব্লকের প্রত্যন্ত বরদাউন গ্রাম । এখানকারই একটি স্কুলে তিনটি কক্ষ, আর পড়ুয়া রয়েছে 134 জন । তিনটে ঘরে খুব কষ্ট করেই ক্লাস করতে হত পড়ুয়াদের ৷ আপগ্রেডেড মিডল স্কুল বরদাউনের প্রধান শিক্ষিকা তারই মধ্যে একটি ঘর দখল করে সেখানেই বসবাস করছেন ৷ স্কুলের প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত শীলা হেমব্রমের ঘরে গৃহস্থের প্রায় সব জিনিসই রয়েছে ৷ খাট, বিছানা থেকে শুরু করে ফ্রিজ, টিভি, আলমারি, টেবিল, রান্নার গ্যাস, রান্নাঘরের যাবতীয় জিনিসপত্র ঠাসা রয়েছে সেই ঘরে । প্রধান শিক্ষিকা শীলা হেমব্রম তাঁর স্বামীর সঙ্গে সেই ঘরেই থাকেন ।
এই স্কুলে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ানো হয় । স্কুলে রয়েছে 134 জন শিশু । তার মধ্যে থেকে প্রতিদিন 50 থেকে 60 জন শিশু পড়তে আসে । বিদ্যালয়ের তিনটি কক্ষের মধ্যে প্রথম কক্ষে প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত, দ্বিতীয় কক্ষে চতুর্থ শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এবং তৃতীয় কক্ষে ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান করানো হত । তবে একটি ঘর প্রধান শিক্ষিকা দখল করে নেওয়ায় এখন দুটি ঘরেই কোনওরকমে চলছে এতগুলো পড়ুয়ার পড়াশোনা ৷