নয়াদিল্লি, 21 মার্চ: কেন্দ্রীয় সরকারের ফ্যাক্ট-চেকিং ইউনিটের কাজ স্থগিত রাখল সুপ্রিম কোর্ট ৷ 20 মার্চ এফসিইউ নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল ৷ বৃহস্পতিবার শীর্ষ আদালত বলেছে, যতক্ষণ না বম্বে হাইকোর্টের তৃতীয় বিচারপতি ফ্যাক্ট চেকিং ইউনিট সক্রিয় করার নিয়মের বৈধতার বিষয়ে শুনানির পরে রায় দিচ্ছেন, ততক্ষণ এর কার্যক্রম স্থগিত থাকবে । সরকারি বিষয়গুলির বিষয়ে সামাজিক মাধ্যমে যে বিষয়বস্তু থাকবে, তা নিরীক্ষণের দায়িত্বপ্রাপ্ত এই ফ্যাক্ট চেকিং ইউনিট ।
কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রক বুধবার প্রেস ইনফরমেশন ব্যুরোর অধীনে এফসিইউ-কে একটি বিধিবদ্ধ সংস্থা হিসাবে বিজ্ঞাপিত করেছে ৷ কেন্দ্রীয় সরকার এবং এর সংস্থাগুলি সম্পর্কে মিথ্যা যে তথ্য সোশাল মিডিয়া সাইটে প্রকাশ পাচ্ছে বলে তারা মনে করবে, সেগুলি তুলে ধরার ক্ষমতা দেওয়া হয় এই এফসিইউ-কে ৷
2023 সালের এপ্রিলে কার্যকর হওয়া সংশোধিত আইটি নিয়মগুলি, ফ্যাক্ট চেকিং ইউনিটকে সোশাল মিডিয়ার বিষয়বস্তু নিরীক্ষণ করতে এবং কেন্দ্রের কাজগুলি সম্পর্কিত ভুল তথ্যের অংশগুলিকে তুলে ধরার ক্ষমতা দেয় ।
আইটি রুলস 2023 স্থগিত করার জন্য কৌতুক অভিনেতা কুণাল কামরা এবং এডিটরস গিল্ড অফ ইন্ডিয়া আবেদন জানিয়েছিল ৷ দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে এবং বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রের তিন বিচারপতির বেঞ্চ সেই আবেদনের শুনানিতেই ফ্যাক্ট চেকিং ইউনিটের বিজ্ঞপ্তি স্থগিত রাখার নির্দেশ দিয়েছে ৷ ওই আইটি আইন অনুযায়ীই 20 মার্চ কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি দিয়ে ফ্যাক্ট চেকিং ইউনিট প্রতিষ্ঠার কথা জানানো হয় ।