পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হস্তক্ষেপের প্রয়োজন নেই ! সন্দীপ ঘোষের মামলা খারিজ সুপ্রিম কোর্টে - SC Dismisses Plea of Sandip Ghosh - SC DISMISSES PLEA OF SANDIP GHOSH

SC dismisses plea of RG Kar Ex Principal Sandip Ghosh: 23 অগস্ট কলকাতা হাইকোর্ট হাসপাতালের এই দুর্নীতিতে সন্দীপ ঘোষের বিরুদ্ধে পৃথক তদন্তভার দেয় সিবিআই’য়ের উপর ৷ সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ ৷

SC dismisses plea of RG Kar Ex Principal Sandip Ghosh
সন্দীপ ঘোষের মামলা খারিজ সুপ্রিম কোর্টে (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2024, 11:42 AM IST

Updated : Sep 6, 2024, 12:11 PM IST

নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর: কলকাতা হাইকোর্টের দেওয়া সিবিআই তদন্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে করা ওই আবেদন নাকচ করে দিল সুপ্রিম কোর্ট ৷ দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত বেঞ্চ জানিয়ে দিয়েছে, হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করবে না তাঁরা ৷

আরজি কর হাসপাতালে পড়ুয়া-চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় নাম জড়িয়েছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ৷ অভিযোগ ওঠে, হাসপাতালে আর্থিক দুর্নীতির নেপথ্যেও তিনি রয়েছেন ৷ ওই আর্থিক তছরূপের তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছিল রাজ্য সরকার ৷ এরপর 23 অগস্ট কলকাতা হাইকোর্ট এই দুর্নীতিতে সন্দীপ ঘোষের বিরুদ্ধে পৃথক তদন্তভার দেয় সিবিআইয়ের উপর ৷ ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে যান সন্দীপ ৷

শুক্রবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানিয়ে দেয়, ‘আপনি (সন্দীপ ঘোষ) হস্তক্ষেপের জায়গায় নেই ৷ একজন অভিযুক্ত হিসেবে আপনি ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারেন না ৷’

প্রসঙ্গত, 9 অগস্ট আরজি কর হাসপাতালে পড়ুয়া-চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ শুরু হয় ৷ তারপরেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসে ৷ যদিও আরজি করের ডেপুটি সুপার আখতার আলি আগেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছিলেন ৷

তারপরেই 23 অগস্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ নির্দেশ দেন, মামলাকারী আখতার আলিকে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত সমস্ত নথি সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে ৷ তিন সপ্তাহ পরে সিবিআইকে এই তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে হবে হাইকোর্টে ৷ 17 সেপ্টেম্বর সেই রিপোর্ট তলব করেছে আদালত ।

আরও পড়ুন:

Last Updated : Sep 6, 2024, 12:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details