পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সন্দেশখালি কাণ্ডে জনস্বার্থ মামলা খতিয়ে দেখতে সম্মত সুপ্রিম কোর্ট - সন্দেশখালি

Sandeshkhali Violence Case in Supreme Court: শুক্রবার সুপ্রিম কোর্ট সন্দেশখালি কাণ্ডে দায়ের হওয়া জনস্বার্থ মামলা পরীক্ষা করে দেখার বিষয়ে সম্মতি গিয়েছে ৷ ইটিভি ভারতের সুমিত সাক্সেনার প্রতিবেদন ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 16, 2024, 1:59 PM IST

Updated : Feb 16, 2024, 2:12 PM IST

নয়াদিল্লি, 16 ফেব্রুয়ারি: সন্দেশখালির বাসিন্দাদের গুরুতর অভিযোগ খতিয়ে দেখতে আদালত-নিয়ন্ত্রিত সিবিআই বা সিট তদন্তের দাবি জানিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে ৷ সেই মামলা পরীক্ষা করে দেখতে সম্মত হল শীর্ষ আদালত ৷

শুক্রবার আইনজীবী আলখ অলোক শ্রীবাস্তবের দায়ের করা আবেদনটি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত বেঞ্চের সামনে জরুরি তালিকার জন্য উল্লেখ করা হয়েছিল । প্রধান বিচরপতি এজলাসে হাজির হয়ে শ্রীবাস্তবকে জিজ্ঞাসা করেন, "আপনি কি একটি ইমেল পাঠিয়েছেন (জরুরি শুনানির জন্য)?" শ্রীবাস্তব ইতিবাচক জবাব দেন । সিজেআই তখন বলেন যে, তিনি বিষয়টি বিকেলে দেখবেন ৷

সন্দেশখালি এলাকার বহু মহিলা স্থানীয় তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা শাহজাহান শেখ এবং তাঁর সমর্থকদের বিরুদ্ধে জমি দখল ও যৌন নির্যাতনের অভিযোগে সরব হয়েছেন ৷

জনস্বার্থ মামলায় সন্দেশখালি ও বসিরহাটের গ্রামে বসবাসকারী মহিলাদের উপর যৌন নিপীড়নের অভিযোগের তদন্ত রাজ্যের পুলিশের থেকে সর্বোচ্চ আদালতের তত্ত্বাবধানে সিবিআই বা পশ্চিমবঙ্গের বাইরের, বিশেষত দিল্লির বিশেষ তদন্তকারী দলের (এসআইটি) কাছে হস্তান্তর করার নির্দেশ দেওয়ার জন্য আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্টে ৷

আবেদনে বলা হয়েছে, "উক্ত এলাকায় শেখ শাহজাহানের সন্ত্রাস আরও স্পষ্ট হয় 05.01.2024 তারিখে, যেদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিসারদের একটি দল রেশন দুর্নীতির অভিযোগের তদন্তে সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে অভিযান চালাতে যান ৷ শেখ শাহজাহানের গুন্ডারা ইডি অফিসারদের উপর আক্রমণ করেছিলেন, যার ফলে তিনজন ইডি আধিকারিক গুরুতর আহত ও রক্তাক্ত হন ৷"

আবেদনে বলা হয়, প্রধান অভিযুক্ত শেখ শাহজাহান পলাতক এবং এখনও পর্যন্ত তাঁকে গ্রেফতার করা হয়নি । এতেই স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা প্রমাণিত হয় ৷ বলা হয়েছে, "স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে যে, শাসকের নির্দেশে উল্লিখিত প্রধান অভিযুক্ত শেখ শাহজাহানের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে পুলিশ এবং সেই কারণে ন্যায়বিচারের স্বার্থে এই মামলার তদন্ত এই আদালতের তত্ত্বাবধানে সিবিআই বা সিটকে হস্তান্তর করা খুবই জরুরি ।"

আরও পড়ুন:

  1. সন্দেশখালি যেতে গিয়ে বাধা পেয়ে ফের হাইকোর্টে মামলা শুভেন্দুর
  2. সন্দেশখালি যাওয়ার পথে রামপুরে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং দলকে আটকে দিল পুলিশ
  3. 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালি যাচ্ছেন না কেন?', প্রশ্ন দিলীপের
Last Updated : Feb 16, 2024, 2:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details