লরেন্স বিষ্ণোইয়ের নাম করে হুমকি, সলমনের শুটিং সেটে ঢোকার চেষ্টায় গ্রেফতার ব্যক্তি - SALMAN KHAN SECURITY BREACH
মুম্বইয়ের দাদরে বুধবার রাতে সলমনের শুটিং লোকেশনে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি জোর করে ঢোকার চেষ্টা করে। নিরাপত্তারক্ষীরা বাধা দিলে বিষ্ণোইয়ের নাম করে হুমকি দেয় সে ৷
মুম্বই, 5 ডিসেম্বর: নিরাপত্তা বলয় ভেঙে মুম্বইয়ে সলমন খানের শুটিংয়ের সেটে ঢোকার চেষ্টা করল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ৷ বাধা পেতেই লরেন্স বিষ্ণোইয়ের নাম করে হুমকি দিয়ে বসে ওই ব্যক্তি ৷ এই ঘটনায় শুটিং সেটে আতঙ্ক ছড়ায় ৷ কারণ, সেই সময় সেখানে উপস্থিত ছিলেন বলিউড সুপারস্টার সলমন সয়ং ৷
জানা গিয়েছে, মুম্বইয়ের দাদরে বুধবার রাতে সলমনের শুটিং লোকেশনে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি জোর করে ঢোকার চেষ্টা করে। নিরাপত্তারক্ষীরা তাকে বাধা দিলেই হাতাহাতিতে জড়ায় ওই ব্যক্তি ৷ অভিযোগ, লরেন্স বিষ্ণোইয়ের নাম করে হুমকিও দেয় সে ৷ এর পরই সলমন খানের নিরাপত্তারক্ষীরা পুলিশে খবর দেয় ৷ এর কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করে ৷ এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি মুম্বইয়েরই বাসিন্দা বলে জানা গিয়েছে ৷
এর আগে 18 অক্টোবর গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নামে বলিউড অভিনেতা সালমান খানকে হুমকি দিয়ে 5 কোটি টাকা দাবি করে ৷ মুম্বই ট্রাফিক পুলিশ কন্ট্রোল রুমের নম্বরে ওই হুমকি বার্তা পাঠানো হয়েছিল। এই ঘটনায় 24 অক্টোবর, মুম্বই পুলিশ জামশেদপুর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল । মুম্বই পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির নামে মামলা দায়ের করে তদন্ত শুরু করে ৷ এর পর 21 অক্টোবর, মুম্বই পুলিশ একই মেইল আইডি থেকে ক্ষমা চাওয়া হয় এবং মেইলে লেখা হয়, "ভুলবশত পাঠানো হয়েছে।"
আপাতত কড়া নিরাপত্তার ঘেরাটোপেই রয়েছেন সলমন। বিশেষ করে এই বছরের 14 এপ্রিলে তার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চলার পর তাঁকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়। অভিযুক্তকে গ্রেফতারের পর ওই ঘটনায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের যোগ স্পষ্ট হয় ৷