পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রায় 8 হাজার শূন্যপদে নিয়োগ করবে রেল, বেতন জানলে চমকে যাবেন - RRB Recruitment 2024

RRB Recruitment 2024 Notification Released: ভারতীয় রেলের নিয়োগের জন্য এবার বিজ্ঞপ্তি জারি করা হল ৷ ভারতীয় রেলের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ৷ যেখানে 8 হাজারের কাছাকাছি পদে নিয়োগ করা হবে ৷

RRB Recruitment 2024
প্রায় 8 হাজার শূন্যপদে নিয়োগ করবে রেল (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 28, 2024, 1:01 PM IST

Updated : Jul 28, 2024, 1:20 PM IST

নয়াদিল্লি, 28 জুলাই: প্রায় 8 হাজার শূন্যপদে নিয়োগ করবে রেলওয়ে ৷ জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিনটেনডেন্ট (DMS), কেমিক্যাল ও মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং অন্যান্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি ঘোষণা করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)। আবেদন প্রক্রিয়া শুরু হলে যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে (indianrailways.gov.in ) গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোট7,951টি শূন্যপদে নিয়োগ করবে রেল । আবেদনের সময়কাল 30 জুলাই থেকে 29 অগস্ট পর্যন্ত ।

  • পদগুলির মাসিক বেতন কত ?

কেমিক্যাল সুপারভাইজার / রিসার্চ অ্যান্ড মেটালার্জিক্যাল সুপারভাইজার / রিসার্চ: 44,900 টাকা

জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিনটেনডেন্ট, এবং কেমিক্যাল ও মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট: 35,400 টাকা

  • আবেদন ফি:

30 জুলাই থেকে নিয়োগের ফর্ম ফিলাপ করা যাবে ৷ আরআরবি (RRB) 2024-এর সাধারণ প্রার্থীদের আবেদন ফি হল 500 টাকা ৷ 1ম পর্যায়ের CBT (কম্পিউটার বেসড টেস্ট) ব,লে হলে পরে যার মধ্যে 400 টাকা ফেরত দেওয়া হবে ৷ শুধুমাত্র 100 টাকা ব্যাঙ্ক চার্জের দরুণ কেটে নেওয়া হবে ৷

এসসি, এসটি, প্রাক্তন সৈনিক, মহিলা, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু বা অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণির (EBC) অন্তর্গত প্রার্থীদের জন্য আবেদন ফি হল 250 টাকা ৷ যা প্রথম পর্যায়ে উপস্থিত হলে সম্পূর্ণরূপে ফেরত দেওয়া হবে ।

(উল্লেখ্য, অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণিকে (EBC) অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC) বা অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগের (EWS) সঙ্গে গুলিয়ে ফেলা ঠিক নয়)

বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন: https://www.rrbcdg.gov.in/uploads/202403/CEN%2003%202024_JE.pdf
ফর্ম ফিল-আপ করতে এই লিংকে ক্লিক করুন (আসছে): https://www.rrbapply.gov.in/#/auth/landing
  • বিজ্ঞপ্তিতে তথ্য সংশোধন/পরিবর্তনের বিষয়ে কী বলা হয়েছে ?

অনলাইন আবেদন জমা দেওয়ার পরে (সব ক্ষেত্রে সম্পূর্ণ), যদি একজন প্রার্থী ‘অ্যাকাউন্ট’ (ইমেল আইডি, নম্বর) ব্যতীত অন্য কোনও বিবরণ পরিবর্তন বা সংশোধন করতে চান, তারা 30 অগস্ট থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত প্রতিটি পরিবর্তন বা সংশোধনের জন্য 250 টাকা (ফেরতযোগ্য নয়) পরিবর্তন ফি প্রদান করে তা করতে পারেন । 8 সেপ্টেম্বরের পরে তথ্যের পরিবর্তন করা যাবে না ৷

Last Updated : Jul 28, 2024, 1:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details