হায়দরাবাদ, 7 জানুয়ারি: সন্ধ্যা হলে পদপিষ্টের ঘটনায় গুরুতর আহত ছোট্ট বাচ্চাকে অবশেষে হাসপাতালে দেখতে গেলেন আল্লু অর্জুন ৷ একমাস পর আহত বাচ্চাকে দেখতে গেলেন অভিনেতা ৷ বেগমপেটের কিমস হাসপাতালে চিকিৎসাধীন 8 বছরের শ্রী তেজ ৷ পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছে তেজের মায়ের ৷ মাথায় গভীর চোট পায় তেজ ৷
জানা গিয়েছে, আগে থেকেই পুলিশি নিরাপত্তা জোরদার ছিল ৷ সকালেই হাসপাতালে পৌঁছে যান অভিনেতা ৷ সেখানে তিনি আধঘণ্টার মতো সময় কাটান বলে জানা গিয়েছে ৷ তাঁর সঙ্গে ছিলেন তেলেঙ্গানা স্টেট ফিল্ম ডেভলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান দিল রাজু ৷ তাঁরা শ্রী তেজের স্বাস্থ্য নিয়ে কথা বলেন চিকিৎসকের সঙ্গে ৷ পাশাপাশি তেজের বাবার সঙ্গেও কথা বলেন আল্লু ৷ তিনি আশ্বস্ত করেছেন, সবরকম ভাবে পাশে থাকার ৷
#WATCH | Hyderabad, Telangana: Actor Allu Arjun leaves from KIMS hospital, Begumpet after visiting Sri Teja who was injured in the Sandhya theatre incident. pic.twitter.com/P83efBBES0
— ANI (@ANI) January 7, 2025
প্রথমে আল্লু অর্জুনের হাসপাতালে যাওয়ার কথা ছিল 5 তারিখ অর্থাৎ রবিবার ৷ কিন্তু রামগোপালপেট পুলিশ তাঁকে নোটিশ দিলে সেই দিনের হাসপাতাল সফর বাতিল করেন অভিনেতা ৷ কারণ সেই নোটিশে নিরাপত্তার স্বার্থে আল্লুর হাসপাতাল পরিদর্শন গোপন রাখতে অনুরোধ করা হয়েছিল ৷ তারপর পুলিশি নিরাপত্তায় এদিন সকাল সকাল হাসপাতালে তেজকে দেখতে যান আল্লু ৷
4 ডিসেম্বর থেকেই হাসপাতালে চিকিৎসাধীন তেজ ৷ সেইদিনই অনুরাগী রেবথির মৃত্যুর পর বিতর্কের জালে জড়িয়েছেন 'পুষ্পা' খ্যাত অভিনেতা ৷ ছবির প্রিমিয়ার শোয়ে অভিনেতার আসা নিয়ে প্রশ্ন ওঠে ৷ পাশাপাশি দর্শক ও অনুরাগীদের উদ্দেশ্যে আল্লু হাত নাড়ায় ঘটনাস্থলে হুড়োহুড়ি শুরু হয় ৷ যে কারণে পদপিষ্টের মতো ঘটনার ঘটে ৷ এর পর অভিনেতাকে গ্রেফতার করে পুলিশ ৷ 50 হাজার টাকার ব্যক্তিগত বন্ডে হাইকোর্টে অন্তর্বর্তী জামিন পান তিনি ৷ যদিও জেলে কাটাতে হয় এক রাত ৷ এরপর নামাপল্লী আদালতে মামলা চলে ৷ সেখানে তিনি পরবর্তী সময় সাধারণ জামিন পান ৷
অন্যদিকে শুরু থেকেই অভিনেতা শ্রী তেজের শারীরিক অবস্থা নিয়ে চিন্তা প্রকাশ করেছেন আল্লু ৷ কারণ তেজের মাথায় আঘাত এতটাই গভীর ছিল যে তাকে ভেন্টিলেশনে রাখা হয় ৷ ইতিমধ্যেই মৃত রেবথির পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন আল্লু অর্জুন ৷ অন্যদিকে, আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দ মৃত রেবথির পরিবারকে 2 কোটি টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন ৷