নয়াদিল্লি, 13 ফেব্রুয়ারি: একাধিক দাবিদাওয়া নিয়ে দিল্লিতে মঙ্গলবার কৃষকদের ধুন্ধুমার বিক্ষোভের সাক্ষী থাকল দেশবাসী ৷ সমস্যা সমাধানে বিক্ষুদ্ধ কৃষকদের শেষমেশ আলোচনায় বসার আহ্বান জানালেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী কৃষকদের উদ্দেশ্যে জানিয়েছেন তাঁদের দাবিদাওয়া নিয়ে আলোচনায় বসতে রাজি কেন্দ্র ৷ পাশাপাশি তিনি জানিয়েছেন, হিংসা-ভাঙচুর কখনও সমস্যার সমাধান হতে পারে না ৷
এদিন সাংবাদিক মাধ্যমে তিনি জানিয়েছেন, যে সকল কৃষক সংগঠনগুলি দিল্লির দিকে নিজেদের দাবি নিয়ে এগিয়ে আসছিল, তার মধ্যে বেশ কিছু দাবি মেনে নিয়েছে সরকার ৷ কিন্তু ভারতের বিশ্ব বাণিজ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়া এবং মুক্ত বাণিজ্য চুক্তি বাতিলের মতো বিষয়গুলি নিয়ে বিস্তৃত আলোচনার প্রয়োজন আছে।
তিনি বলেন, "যদি আপনারা ভারতকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন থেকে বেরিয়ে যাওয়ার, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বাতিল করার, স্মার্ট মিটার প্রত্যাখ্যান করার এবং বিদ্যুৎ আইন থেকে কৃষকদের অব্যাহতি দেওয়ার দাবি করেন তাহলে কেন্দ্রের কি অন্য স্টেকহোল্ডার এবং রাজ্য সরকারের সঙ্গে কথা বলা উচিত নয়?"
তিনি জানান, ইতিমধ্যেই কৃষক সংগঠনগুলির সঙ্গে কথা বলার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে ৷ বলেন, "আমাদের অন্যদের সঙ্গে কথা বলতে হবে ৷ তারপরেই আমরা কোনও সিদ্ধান্তে আসতে পারব ৷"বিজেপির অন্যতম শীর্ষ নেতা আরও জানিয়েছেন, যদি মোদি সরকার কাতারে আটকে থাকা নৌসেনাদের দেশে ফিরিয়ে আনতে পারে তাহলে কৃষকদের ওঠা এই সমস্যারও সমাধান হতে পারে ৷