পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

এখনও বৈধ 2 হাজার টাকার নোট, বিবৃতি দিয়ে জানাল আরবিআই - UPDATES ON RUPEES 2000 NOTES

RBI on 2000 Notes: প্রত্যাহারের ঘোষণা হওয়ার পর থেকে 97.87 শতাংশ নোটই ব্যাঙ্কিং সিস্টেমে ফিরে এসেছে, তবে এখনও মানুষের হাতে রয়েছে 7,581 কোটি মূল্যের 2 হাজারের নোট ৷ সোমবার এক বিবৃতি দিয়ে এমনটাই জানাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷

RBI on Rupees 2000 Notes
2000 টাকার নোট নিয়ে আরবিআইয়ের বিবৃতি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 1, 2024, 5:08 PM IST

Updated : Jul 1, 2024, 5:34 PM IST

মুম্বই, 1 জুলাই:2 হাজার টাকার নোট নিয়ে বড় দাবি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ তারা জানাল এখনও বাতিল হয়নি নোট ৷ মানে 2 হাজারের নোটে লেনদেন করা বেআইনি নয় ৷ গতবছরের 19 মে 2 হাজার টাকার নোট প্রত্যাহার করার কথা ঘোষণা করে শীর্ষ ব্যাঙ্ক ৷ সেই মুহূর্তে 3.56 লক্ষ কোটি মূল্যের 2,000 টাকার নোট ছিল সাধারণ মানুষের হাতে ৷

2024 সালের 28 জুন, পর্যন্ত 97.87 শতাংশ নোটই ব্যাঙ্কিং সিস্টেমে ফিরে এসেছে বলে জানাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ এখনও কত মূল্যের 2 হাজারের নোট সাধারণ মানুষের হাতে রয়েছে, সেই অঙ্কটাও প্রকাশ করা হয়েছে আরবিআই'য়ের তরফে ৷ আরবিআই প্রদেয় তথ্য অনুযায়ী এখনও সাধারণ মানুষের হাতে 7,581 কোটি মূল্যের 2 হাজার টাকার নোট রয়ে গিয়েছে ৷

গত 19 মে, 2023 বাজার থেকে 2 হাজার টাকার নোট প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা করে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক ৷ সে সময় বাজারে থাকা 3.56 লক্ষ কোটি মূল্যের 2,000 টাকার নোটের 97.87 শতাংশ ব্যাঙ্কিং সিস্টেমে ফিরে আসার বিষয়টি সোমবার এক বিবৃতি দিয়ে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ যদিও হঠকারী কোনও সিদ্ধান্তে নয়, মে মাসে 2,000 টাকার নোট প্রত্যাহারের ঘোষণার পর আরবিআই নির্দেশিকায় জানিয়েছিল, 7 অক্টোবর, 2023 পর্যন্ত 2,000 টাকার নোট ব্যাঙ্কে গিয়ে জমা করা বা ভাঙিয়ে নেওয়া যাবে ৷

কিন্তু সেই সময়ের মধ্যে সমস্ত দু'হাজারের সমস্ত নোট ব্যাঙ্কিং সিস্টেমে ফিরে না-আসায় নয়া নির্দেশিকা জারি করে আরবিআই ৷ জানানো হয়, 9 অক্টোবর, 2023 থেকে আরবিআই'য়ের বিভিন্ন প্রাদেশিক দফতরে এবার থেকে প্রয়োজনে ব্যক্তি কিংবা সংস্থার তরফে 2,000 টাকার নোট জমা করা যাবে ৷ তালিকায় ছিল- আমেদাবাদ, বেঙ্গালুরু, বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, গুয়াহাটি, হায়দরাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পটনা ও তিরুঅনন্তপুরম ৷ ডাকবিভাগের মাধ্যমেও সাধারণ মানুষ এই সকল শাখায় 2,000 টাকার নোট জমা করতে পারবেন এবং জমা করা সমান অঙ্কের টাকা ফেরত পেয়ে যাবেন নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৷

500 এবং 1,000 টাকা নোটবন্দির পর 2016 সালের নভেম্বরে 2,000 টাকার নোট বাজারে আনা হয় ৷ কিন্তু সাত বছরের আগেই বাজার থেকে সেই নোট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷

Last Updated : Jul 1, 2024, 5:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details