নয়াদিল্লি, 28 মার্চ: গত 1 মার্চ দুপুরে বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড এলাকায় রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণে আহত হন প্রায় কমপক্ষে 10 জন ৷ তারপর প্রকাশ্যে এসেছে ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ ৷ প্রাথমিকভাবে সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ ঘটেছে বলে অনুমান করেছিলেন তদন্তকারীরা ৷ তবে তদন্তের পর দেখা যায়, এটি পূর্বপরিকল্পিত একটি আইইডি বিস্ফোরণ। তদন্ত নিজেদের হাতে নেওয়ার পর বৃহস্পতিবার এনআইএ ক্যাফে বিস্ফোরণ কাণ্ডের মূল ষড়যন্ত্রকারীকে গ্রেফতার করেছে ৷ অভিযুক্তের নাম মুজাম্মিল শরীফ ৷
এনআইএ এক বিবৃতিতে বলেছে, "তাদের টিম কর্ণাটকের 12টি, তামিলনাড়ুতে 5টি এবং উত্তর প্রদেশের একটি জায়গা-সহ 18টি স্থানে তল্লাশি অভিযানের পর মুজাম্মিল শরীফকে গ্রেফতার করেছে ৷ এনআইএ, গত 3 মার্চ এই মামলা নিজেদের হাতে নেয় ৷ এর আগে প্রধান অভিযুক্ত মুসাভির শাজিব হুসেনকে এই মামলায় চিহ্নিত করা হয় আগেই ৷ উল্লেখ্য, মুসাভিরের নেতৃত্বেই ক্যাফেতে বিস্ফোরণটি সংঘটিত হয় ৷ এই ঘটনার আরও এক ষড়যন্ত্রকারী আব্দুল মতিন ত্বহাকেও সনাক্ত করা হয়েছে ৷ অন্যান্য একাধিক মামলায় এনআইএ তাকে খুঁজে বেরাচ্ছে ৷