জয়পুর, 8 ফেব্রুয়ারি: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে হবে রাজস্থানের মন্ত্রিসভার বৈঠক। তার জন্য মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা তাঁর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে ইতিমধ্যেই প্রয়াগরাজে পৌঁছেছেন ৷ এসেছেন বিধায়ক থেকে শুরু করে দলের কিছু গুরুত্বপূর্ণ নেতাও। দুপুর আড়াইটা নাগাদ বৈঠকে বসবে মন্ত্রিসভা ।
দলীয় সূত্রে জানা গিয়েছে, বৈঠকের আগে মন্ত্রিসভা, বিধায়ক এবং দলীয় নেতাদের নিয়ে প্রয়াগরাজ মহাকুম্ভে যোগ দেবেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা ৷ শনিবার সকাল 7টায় একটি বিশেষ উড়ানে তিনি জয়পুর থেকে প্রয়াগরাজের উদ্দেশে রওনা দেন । প্রয়াগরাজ পৌঁছে তিনি সঙ্গম স্নান করবেন এবং হনুমান মন্দির দর্শন করবেন। এরপর দুপুরে মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা প্রয়াগরাজেই মন্ত্রিসভার বৈঠক করবেন । পরিবার-সহ বিধানসভার স্পিকারও মহাকুম্ভে যোগ দিতে রওনা হয়েছেন ।
প্রয়াগরাজের প্রকল্পগুলির উপর চিন্তাভাবনা:মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা প্রয়াগরাজে মন্ত্রিসভার সঙ্গে মহাকুম্ভে ডুব দেবেন এবং রাজ্যের সমৃদ্ধি কামনা করবেন ৷ সঙ্গমে স্নান এবং হনুমান মন্দিরে যাওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী সরকারের প্রকল্পগুলি নিয়েও চর্চা করবেন । প্রয়াগরাজে রাজস্থান প্যাভিলিয়নে হবে মন্ত্রিসভার বৈঠক ৷ যেখানে রাজ্যের নীতি ও উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা হবে । মুখ্যমন্ত্রীর এই সফরকে ধর্মীয়, সাংস্কৃতিক ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ।
মহাকুম্ভে স্নান করবেন স্পিকারও: রাজস্থান বিধানসভার স্পিকার বাসুদেব দেবনানিও উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গম ঘাটে স্নান করবেন ও মা গঙ্গার পুজো করবেন ৷ দেশ ও রাজ্যের সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করবেন তিনি । বিধানসভার স্পিকার বলেন, "আমাদের দেশ প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্যে সমৃদ্ধ । এমন প্রাচীন ও গৌরবময় ঐতিহ্য পৃথিবীর আর কোথাও দেখা যায় না ।"
তাঁর কথায়, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের বদলে যাওয়া চেহারা আমরা সবাই দেখেছি। দেশ ও বিশ্বে ভারতের গর্ব বেড়েছে এবং আমাদের সমৃদ্ধ সংস্কৃতির পতাকা সারা বিশ্বে উত্তোলন হয়েছে ।" প্রয়াগরাজে রাজ্য প্রশাসনে শিক্ষা বিষয়ে আয়োজিত জাতীয় সম্মেলনে ভাষণ দেবেন বাসুদেব দেবনানি । বিধানসভার স্পিকার শনিবার সকাল 7টায় জয়পুর থেকে বিমানে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হন । এদিন সন্ধ্যায় তাঁর জয়পুরে ফেরার কথা রয়েছে ।