পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মহাকুম্ভে স্নান সেরে প্রয়াগরাজে মন্ত্রিসভার বৈঠক করবেন রাজস্থানের মুখ্যমন্ত্রী - RAJASTHAN CABINET MEETING IN UP

রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা, মন্ত্রিসভার সদস্য এবং বিধায়কদের নিয়ে প্রয়াগরাজে মহাকুম্ভ গিয়েছেন । পুন্যস্নান সেরে তিনি প্রয়াগরাজেই মন্ত্রিসভার বৈঠক করবেন বলে জানা গিয়েছে।

bhajan lal sharma cabinet meeting
প্রয়াগরাজে মন্ত্রিসভার বৈঠক সারবেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Feb 8, 2025, 1:04 PM IST

জয়পুর, 8 ফেব্রুয়ারি: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে হবে রাজস্থানের মন্ত্রিসভার বৈঠক। তার জন্য মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা তাঁর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে ইতিমধ্যেই প্রয়াগরাজে পৌঁছেছেন ৷ এসেছেন বিধায়ক থেকে শুরু করে দলের কিছু গুরুত্বপূর্ণ নেতাও। দুপুর আড়াইটা নাগাদ বৈঠকে বসবে মন্ত্রিসভা ।

দলীয় সূত্রে জানা গিয়েছে, বৈঠকের আগে মন্ত্রিসভা, বিধায়ক এবং দলীয় নেতাদের নিয়ে প্রয়াগরাজ মহাকুম্ভে যোগ দেবেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা ৷ শনিবার সকাল 7টায় একটি বিশেষ উড়ানে তিনি জয়পুর থেকে প্রয়াগরাজের উদ্দেশে রওনা দেন । প্রয়াগরাজ পৌঁছে তিনি সঙ্গম স্নান করবেন এবং হনুমান মন্দির দর্শন করবেন। এরপর দুপুরে মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা প্রয়াগরাজেই মন্ত্রিসভার বৈঠক করবেন । পরিবার-সহ বিধানসভার স্পিকারও মহাকুম্ভে যোগ দিতে রওনা হয়েছেন ।

প্রয়াগরাজের প্রকল্পগুলির উপর চিন্তাভাবনা:মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা প্রয়াগরাজে মন্ত্রিসভার সঙ্গে মহাকুম্ভে ডুব দেবেন এবং রাজ্যের সমৃদ্ধি কামনা করবেন ৷ সঙ্গমে স্নান এবং হনুমান মন্দিরে যাওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী সরকারের প্রকল্পগুলি নিয়েও চর্চা করবেন । প্রয়াগরাজে রাজস্থান প্যাভিলিয়নে হবে মন্ত্রিসভার বৈঠক ৷ যেখানে রাজ্যের নীতি ও উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা হবে । মুখ্যমন্ত্রীর এই সফরকে ধর্মীয়, সাংস্কৃতিক ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ।

মহাকুম্ভে স্নান করবেন স্পিকারও: রাজস্থান বিধানসভার স্পিকার বাসুদেব দেবনানিও উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গম ঘাটে স্নান করবেন ও মা গঙ্গার পুজো করবেন ৷ দেশ ও রাজ্যের সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করবেন তিনি । বিধানসভার স্পিকার বলেন, "আমাদের দেশ প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্যে সমৃদ্ধ । এমন প্রাচীন ও গৌরবময় ঐতিহ্য পৃথিবীর আর কোথাও দেখা যায় না ।"

তাঁর কথায়, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের বদলে যাওয়া চেহারা আমরা সবাই দেখেছি। দেশ ও বিশ্বে ভারতের গর্ব বেড়েছে এবং আমাদের সমৃদ্ধ সংস্কৃতির পতাকা সারা বিশ্বে উত্তোলন হয়েছে ।" প্রয়াগরাজে রাজ্য প্রশাসনে শিক্ষা বিষয়ে আয়োজিত জাতীয় সম্মেলনে ভাষণ দেবেন বাসুদেব দেবনানি । বিধানসভার স্পিকার শনিবার সকাল 7টায় জয়পুর থেকে বিমানে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হন । এদিন সন্ধ্যায় তাঁর জয়পুরে ফেরার কথা রয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details