পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বন্দে ভারত স্লিপার ট্রেন আনতে দেরি হচ্ছে কেন? জবাব দিলেন রেলমন্ত্রী - RAIL MINISTER ASHWINI VAISHNAW

সম্প্রতি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ট্রেনের নকশা অনুমোদনে জটিলতার কারণে বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরিতে দেরি হচ্ছে । তারই জবাব দিলেন অশ্বিনী বৈষ্ণব ৷

RAIL MINISTER ASHWINI VAISHNAW
কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (ফাইল চিত্র, এএনআই)

By PTI

Published : Nov 29, 2024, 11:29 AM IST

নয়াদিল্লি, 29 নভেম্বর: নকসা নয়, রুশ সংস্থার সীমিত উৎপাদন ক্ষমতার জন্য বন্দে ভারতের স্লিপার কোচ তৈরিতে সমস্যার সৃষ্টি হয়েছে ৷ সাফ জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷

তিনি জানান, অত্যাধুনিক এই ট্রেনের কামরা তৈরির নকসায় কোনও সমস্যা হয়নি ৷ বরং, সমস্যা দেখা দিয়েছে অন্য বিষয়ে ৷ রেলমন্ত্রীর কথায়, রাশিয়ায় যে সমস্ত ট্রেন চলাচল করে, তার কামরার সংখ্যা যথেষ্ট কম ৷ তাই ভারতের অধীক সংখ্য়ক কামরার ট্রেন তৈরিতে সমস্যায় পড়েছে রুশ সংস্থাটি ৷ তাদের কাছে পর্যাপ্ত পরিকাঠামো নেই ৷

বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে অশ্বিনী বৈষ্ণব বলেন, "6-8টির বেশি কামরার ট্রেন তৈরির কোনও অভিজ্ঞতা রুশ সংস্থার ৷ তাদের ইতিমধ্যেই নতুন ট্রেনের নকসা পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ উৎপাদন ক্ষমতা বাড়ানোর দরকার রয়েছে সংস্থার ৷" রেলমন্ত্রী জানান, দেশের কয়েকটি রুটে চালানোর জন্য 24 কামরা ও কয়েকটি রুটে চালানোর জন্য 16 ও 20 কামরার ট্রেন দরকার ভারতের ৷ সেখানেই সমস্যায় পড়েছে সংস্থা বলে দাবি কেন্দ্রীয় রেলমন্ত্রীর ৷

উল্লেখ্য, ভারতীয় রেলমন্ত্রকের তরফে বন্দে ভারতের মোট 1 হাজার 920টি স্লিপার কামরা তৈরির বরাত দেওয়া হয়েছে রাশিয়ার সংস্থা ট্রান্সমাসহোল্ডিং (টিএমএইচ) ৷ সম্প্রতি সংস্থার তরফে দাবি করা হয়, ভারতীয় রেল কর্তৃপক্ষ ট্রেনে শৌচাগার ও প্যান্ট্রিকার তৈরির কথা জানিয়েছে ৷ সেকারণে, কামরার নকসায় বেশ কিছু বদল করা হয়েছে ৷ সংস্থার দাবি, সম্মতির জন্য নতুন নকসা সংক্রান্ত সমস্ত তথ্য রেলমন্ত্রকের কাছে পাঠানো হলেও কোনও উত্তর পাওয়া যায়নি বলে দাবি করে রুশ সংস্থাটি ৷

তবে এদিন, রুশ সংস্থার সেই দাবি অস্বীকার করেন রেলমন্ত্রী ৷ তাঁর কথায়, যে সমস্যা তৈরি হয়েছে, খুব শীঘ্রই তার সমাধান হয়ে যাবে ৷ সময়ের মধ্য়েই দেশে বন্দে ভারতের স্লিপার কামরার ট্রেন চলবে ৷

পড়ুন:আগ্রা ফোর্ট নির্মাণ করেন কে ? ASI বলল, 'জানা নেই'

ABOUT THE AUTHOR

...view details