পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ওয়েনাড় ছাড়ছেন রাহুল, লড়ছেন প্রিয়াঙ্কা - Rahul Gandhi Vacates Wayanad - RAHUL GANDHI VACATES WAYANAD

Priyanka Gandhi to Contest From Wayanad: রাহুল গান্ধির ছেড়ে দেওয়া ওয়ানাড় থেকে নির্বাচনে লড়বেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ এটাই তাঁর প্রথম নির্বাচনী লড়াই ৷ তবে এই আসনটিতে 2019 সালেও বিপুল ভোটে জয়ী হয়েছিলেন রাহুল গান্ধি ৷ তাঁর জেতা আসন থেকেই নিজের সাংসদ কেরিয়ারের সূচনা করতে চলেছেন প্রিয়াঙ্কা ৷

Rahul Gandhi
রাহুল ও প্রিয়াঙ্কা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 17, 2024, 7:42 PM IST

Updated : Jun 17, 2024, 10:48 PM IST

নয়াদিল্লি, 17 জুন: দাদার ছেড়ে দেওয়া আসনে প্রার্থী হচ্ছেন বোন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ সোমবার বিকেলে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ঘোষণা করেন, রাহুল গান্ধি কেরলের ওয়ানাড় লোকসভা আসনটি ছেড়ে দেবেন ৷ এবারের লোকসভা ভোটে উত্তর ও দক্ষিণ- দুই ভারতে দু'টি লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি ৷

রাহুল গান্ধির জেতা ওয়েনাড় কেন্দ্র থেকে নির্বাচনে লড়বেন বোন প্রিয়াঙ্কা (ইটিভি ভারত)

রায়বরেলি বরাবরই গান্ধি পরিবারের আসন বলে পরিচিত ৷ 1999 সাল থেকে প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি উত্তরপ্রদেশের রায়বরেলি লোকসভা আসনটি নিজের দখলে রেখেছিলেন ৷ 2024 সালের লোকসভা ভোটে তিনি নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত নেন ৷ বদলে রাজস্থান থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন ৷ তাই গান্ধিদের এই আসনটি খালি হয়ে যাওয়ায়জল্পনাচলছিল এখান থেকে কে লড়বে ?

এই কেন্দ্রের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রায় শেষ মুহূর্তে জানা যায় রাহুল গান্ধি মায়ের ছেড়ে রায়বরেলি আসন থেকে প্রার্থী হচ্ছেন ৷ তিনি এই আসনটি থেকে বিপুল ভোটে জয়ী হন ৷ এদিকে প্রথম থেকেই ঠিক ছিল যে তিনি কেরলের ওয়ানাড় থেকে প্রার্থী হচ্ছেন ৷ 4 জুন ভোটের ফলাফলের দিন জানা যায়, রাহুল গান্ধি রায়বরেলি আসনে 3 লক্ষ 90 হাজার 30 ভোটে বিজেপির দীনেশ প্রতাপ সিংকে পরাজিত করেন ৷ দক্ষিণের ওয়ানাড় থেকে 3 লক্ষ 64 হাজার 422 ভোটে সিপিআই প্রার্থী অ্যানি রাজাকে পরাজিত করেন রাহুল ৷

এদিকে দাদা রাহুলের হয়ে উত্তর ও দক্ষিণ ভারতে জোর প্রচার করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ তবে তিনি নিজে নির্বাচনে প্রার্থী হননি ৷ শোনা গিয়েছিল তিনি মায়ের রায়বরেলি থেকে লড়বেন ৷ তবে শেষমেশ রাহুলই সেখানে কংগ্রেস প্রার্থী হন ৷ এবার রাহুল গান্ধির 2019 ও 2024 সাল- দু'বার জেতা আসন থেকে এবার রাহুলের ওয়ানাড় থেকে প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধি ৷ এটাই তাঁর প্রথম বার নির্বাচনী লড়াই ৷

সাংবাদিকরা প্রিয়াঙ্কাকে প্রশ্ন করেন আপনার কি নার্ভাস লাগছে ? কংগ্রেস নেত্রী সাফ জানিয়ে দেন, "আমি নার্ভাস নই, আমি ওয়েনাড়ের প্রতিনিধিত্ব করতে পারব ৷ এটা ভেবে আমার আনন্দ হচ্ছে ৷ ওয়েনাড়বাসীদের রাহুল গান্ধির অনুপস্থিতি আমি কোনওভাবেই অনুভব করতে দেব না ৷ রায়বরলির সঙ্গেও আমার খুব ভালো সম্পর্ক ৷ সেখানে 20 বছর কাজ করেছি ৷ সেই সম্পর্ক কখনওই ভাঙবে না ৷" এই সময় দাদা রাহুল বলেন, "বলা যায়, দু'টি কেন্দ্র দু-দু'জন সাংসদ পাবেন ৷"

Last Updated : Jun 17, 2024, 10:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details