পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'সংবিধানের উপর কোনও হামলা হতে দেব না', মোদি-শাহকে নিশানা রাহুলের - Rahul Gandhi Slams PM Modi - RAHUL GANDHI SLAMS PM MODI

Rahul Gandhi to PM Modi, Amit Shah: প্রধানমন্ত্রী তাঁর সরকারকে বাঁচাতে ব্যস্ত ৷ সংবিধানের উপর হামলা করেছেন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ কড়া ভাষায় আক্রমণ করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷

Rahul Gandhi
রাহুল গান্ধি (নিজস্ব চিত্র)

By PTI

Published : Jun 24, 2024, 10:00 PM IST

নয়াদিল্লি, 24 জুন:সংবিধানের উপর হামলা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এমনই অভিযোগে সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ রাহুল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সংবিধানকে আক্রমণ করার জন্য অভিযুক্ত করেছেন ৷ রাহুলের দাবি, বিরোধীদের কাছে এর জবাব দিতেই হবে প্রধানমন্ত্রীকে ৷

রাহুল গান্ধি সংসদ চত্ত্বরে সাংবাদিকদের বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহ সংবিধানের উপর যে আক্রমণ করছেন, আমরা তা হতে দেব না । এটা আমাদের কাছে মোটেই গ্রহণযোগ্য নয়।" 18তম লোকসভার প্রথম অধিবেশন শুরু হওয়ার দিনে সাংবাদিকদের রাহুল গান্ধি বেশ জোরের সঙ্গেই জানান, কোনও শক্তিই সংবিধানকে স্পর্শ করতে পারে না ।

নিজের সংক্ষিপ্ত বক্তব্যের মাঝে তিনি সাংবাদিকদের সংবিধানের একটি পুস্তিকাও দেখান। ইন্ডিয়া জোটের তথা বিরোধীদের বার্তা জনগণের কাছে পৌঁছেছে কিনা জানতে চাইলে প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, "আমাদের বার্তা জনগণের কাছে পৌঁছে যাচ্ছে ৷ কোনও শক্তিই ভারতের সংবিধানকে স্পর্শ করতে পারবে না ৷ আমরা এটিকে রক্ষা করব ।"

পরে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্টে রাহুল বলেন যে, প্রধানমন্ত্রী তাঁর সরকারকে বাঁচাতে ব্যস্ত ৷ তিনি বলেন, "মানসিকভাবে ব্যাকফুটে নরেন্দ্র মোদি তাঁর সরকারকে বাঁচাতেই ব্যস্ত ৷ সংবিধানের উপর নরেন্দ্র মোদি এবং তাঁর সরকারের এই আক্রমণ আমাদের কাছে গ্রহণযোগ্য নয় এবং আমরা এটা কোনও অবস্থাতেই হতে দেব না ৷ ভারতের শক্তিশালী বিরোধীরা তার চাপ অব্যাহত রাখবে ৷ জনগণের হয়ে আওয়াজ তুলবে এবং প্রধানমন্ত্রীকে জবাবদিহি না করে পালাতে দেবে না ৷"

রাহুল গান্ধির অভিযোগ, "এনডিএ-এর প্রথম 15 দিন: ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, কাশ্মীরে জঙ্গি হামলা, ট্রেনে যাত্রীদের দুর্দশা, নীট কেলেঙ্কারি, নীট পিজি বাতিল, ইউজিসি নেট পেপার ফাঁস, দুধ, ডাল, গ্যাস, টোলের দাম বৃদ্ধি, আগুনে জ্বলছে অরণ্য, জল তাপপ্রবাহের সময় উপযুক্ত ব্যবস্থার অভাবে সংকট এবং মৃত্যু ।”

ABOUT THE AUTHOR

...view details