নয়াদিল্লি, 18 ডিসেম্বর: 'এক দেশ, এক ভোট' বিল নিয়ে তৈরি হতে চলা যৌথ সংসদীয় কমিটিতে বিজেপির তরফে সাংসদ রবিশঙ্কর প্রসাদ এবং নিশিকান্ত দুবে প্রতিনিধিত্ব করতে পারেন। অন্যদিকে, কংগ্রেসের তরফে কমিটিতে প্রিয়াঙ্কা গান্ধি এবং মনীশ তিওয়ারি থাকবেন বলে জানা গিয়েছে ৷ সংসদের যৌথ কমিটির জন্য কংগ্রেস সুখদেও ভগত এবং রণদীপ সুরজেওয়ালার নামও রেখেছে বলে খবর।
তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় এবং সাকেত গোখলে, শিবসেনার শ্রীকান্ত শিন্ডে, জেডিইউ-এর সঞ্জয় ঝা, ডিএমকে-র টিএম সেলভাগানাপতি, পি উইলসন কমিটিতে প্রতিনিধিত্ব করবেন বলে মনে করা হচ্ছে ৷ যৌথ সংসদীয় কমিটির জন্য 31 জন সদস্য থাকতে পারে ৷ যেখানে লোকসভা থেকে 21 এবং রাজ্যসভা থেকে 10 জন সাংসদ থাকতে পারেন। সূত্রের খবর, অনুরাগ ঠাকুর এবং পিপি চৌধুরীকেও সম্ভাব্য বিজেপির প্যানেলের জন্য বিবেচনা করা হচ্ছে ৷ যেখানে গেরুয়া শিবির এবং তার সহযোগীরা সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতা অনুযায়ী থাকবে।